Thursday, August 21, 2025

“১৯-এ যা বলার বলবো”, শুভেন্দুর ‘মেগা-শো’ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে

Date:

Share post:

পূর্বঘোষণা অনুসারেই বৃহস্পতিবার, ১৯ নভেম্বর নিজের জেলার রামনগরে মেগা শো করতে চলেছেন শুভেন্দু অধিকারী ৷ মূলত, সমবায় আন্দোলনের সঙ্গে এই শো সম্পর্কযুক্ত হলেও রামনগরে এক কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে শুভেন্দু নিজেই জানিয়েছিলেন, “ওই সভায় অনেক সময় পাওয়া যাবে। তখন যা বলার বলব। বলার সুযোগও অনেক পাবো”।তাই রাজনৈতিক মহলে গভীর কৌতূহলের সৃষ্টি হয়েছে শুভেন্দুর এই সমাবেশ ঘিরে। সেদিন জল্পনা বাড়িয়ে শুভেন্দু একথাও বলেছিলেন, “যা বলতে হয়, তা করতে নেই। যা করতে হয়, তা বলতে নেই।”

গত বেশ কয়েকদিন ধরেই অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু পর পর সভা করে জল্পনা বাড়িয়ে দিয়েছেন৷ এবার বৃহস্পতিবারের সমাবেশে তিনি কোন বার্তা দেন, সেদিকেই নজর রাজ্যের সব দলের৷
আনুষ্ঠানিকভাবে দু’তরফের কেউই স্বীকার না করলেও সম্প্রতি দূরত্ব বেড়েছে তৃণমূলের সঙ্গে শুভেন্দুর৷ তার মাঝেই অধিকারী বাড়িতে হাজির হয়ে বিষয়টির গুরুত্ব বাড়িয়েছেন প্রশান্ত কিশোর। কিন্তু তাতে কোনও জটই আপাতত খোলেনি৷ ওদিকে, এত কিছুর পরেও শুভেন্দু- ইস্যুতে খানিকটা নরম সুর তৃণমূলের গলায়৷ দলের জাতীয় মুখপাত্র তথা সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন, “উনি আমাদের দলের নেতা। উনি রাজ্যের মন্ত্রী। উনি আমাদের সঙ্গেই আছেন।”

এদিকে, সংবাদমাধ্যমের খবর, জল মাপতে ইতিমধ্যেই শুভেন্দুর সঙ্গে কথা বলেছেন দলের দুই প্রবীণ সাংসদ। তৃণমূল সূত্রে খবর, শুভেন্দু ঘনিষ্ঠ এক মন্ত্রীও কথা বলেছেন শুভেন্দুর সঙ্গে৷ এই তিনজনের সঙ্গে আলাদা বৈঠকে শুভেন্দু অনেক কথা বলেছেন৷ সেই বক্তব্য মমতা বন্দোপাধ্যায়কে জানানোও হয়েছে বলে খবর।
ওদিকে, শুভেন্দুর এই মেগা-শো যেখানে হবে, সেই রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি৷ গিরির সঙ্গে একদমই ভাল সম্পর্ক নয় অধিকারী পরিবারের। নিজের বিধানসভা কেন্দ্রে শুভেন্দুর সমাবেশ নিয়ে অখিল গিরি বলেছেন, “দলের তরফে ৭ দিন সময় দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। এই সময়ের মধ্যে উনি ওনার রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করলে দল পরবর্তী ব্যবস্থা নেবে।”

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...