Wednesday, November 5, 2025

চিটফান্ড কাণ্ডে এবার আদালতে আত্মসমর্পণ পিনকন কর্তার স্ত্রী মৌসুমীর

Date:

Share post:

নয়া মোড় নিল রাজ্যের চিটফান্ড কাণ্ডের তদন্ত। দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন পিনকন চিটফান্ড কর্তার স্ত্রী মৌসুমী রায়। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক থার্ড কোর্ট সঞ্জীব দে’র এজলাসে এসে আত্মসমর্পণ করেন মৌসুমি রায়।

গত ৩ অক্টোবর পিনকন চিটফান্ড সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায় সহ ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের বিচারক। এই তালিকায় নাম ছিল মৌসুমীরও। এরপর থেকেই গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেন মৌসুমী। তবে পরিস্থিতি যে তার জন্য বিপদজনক হয়ে উঠবে তা বুঝতে পেরেই এদিন আত্মসমর্পণ করেন তিনি। মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে নিজেকে করোনা পজিটিভ বলে দাবি করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন ওই চিটফান্ড সংস্থার অন্যতম মাথা।

আরও পড়ুন:অসুস্থ বিনয় তামাং, পাহাড় থেকে পাঠানো হল শিলিগুড়ি

যদিও মৌসুমী আদৌ কোভিড পজিটিভ কিনা তা জানতে সরকারি হাসপাতালে তার কোভিড টেস্ট করা হবে। রিপোর্ট হাতে আসার পর রায়দান করা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তিন পিনকন কর্তার স্ত্রী মৌসুমিকে। প্রসঙ্গত, টাকা ফেরত না পেয়ে পিনকন অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে ২০১৭ সালে অভিযোগ দায়ের হয়েছিল মেদিনীপুরের খেজুরি থানায়। ঘটনার তদন্তে নেমে গত নভেম্বর মাসে রাজস্থান থেকে গ্রেফতার করা হয় পিনকন সংস্থার প্রধান মনোরঞ্জন রায় সহ বেশ কয়েকজনকে। সেই ঘটনায় এতদিন পলাতক ছিল মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী। অবশেষে আদালতে আত্মসমর্পণ করলো সে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...