জম্মু কাশ্মীরে টোল প্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ৪ জঙ্গি

ফাইল ছবি

জম্মু কাশ্মীরের নাগরোটা টোল প্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ জঙ্গিদের। গুলি পাল্টা গুলিতে নিকেশ ৪ জঙ্গি। শেষ পাওয়া খবর পর্যন্ত স্থানীয় বান টোল প্লাজায় এই সংঘর্ষ এখনও চলছে। এর ফলে উধমপুরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

আরও পড়ুন- Big Breaking: দৌত্য ভেস্তে গেল, তৃণমূল ছাড়ার পথেই শুভেন্দু
জানা গিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ এই সংঘর্ষ শুরু হয়। একটি ট্রাকে লুকিয়ে জঙ্গিরা এলাকায় ঢুকছিল। টোল প্লাজা পার্কিংয়ে তল্লাশির সময় হঠাৎ তারা গুলি চালাতে শুরু করে। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে।

 

এলাকা জুড়ে চলছে সার্চ অপারেশন। গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা ব্যাকফুটে বলে জানা গিয়েছে ।