Thursday, August 28, 2025

মিহির গোস্বামীর বাড়িতে হঠাৎ কংগ্রেসের দেবপ্রসাদ, দীর্ঘ বৈঠক, জেলায় নতুন গুঞ্জন

Date:

প্রথমে মিহির গোস্বামী, তারপর জগদীশ বসুনিয়া৷

কোচবিহারের একাধিক তৃণমূল বিধায়ক খোলাখুলিভাবেই জেলা নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন৷ ফলে কোচবিহার নিয়ে অস্বস্তিতে তৃণমূল।

আরও পড়ুন : জেলা পার্টির একাংশের তীব্র বিরোধিতা, ডিসেম্বরে গড়বেতায় সুশান্তর রাজকীয় প্রবেশ

এদিকে তৃণমূলের এই ঘোলা জলে মাছ ধরার অভিপ্রায়ে মাঠে নেমে পড়েছে বিজেপি, কংগ্রেস৷ দিনকয়েক আগে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক মিহিরবাবুর বাড়িতে গিয়েছিলেন। দু’জনের মধ্যে দীর্ঘসময় আলোচনা হয়।
আর এবার মিহিরের কাছে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়৷ দু’জনের সম্পর্ক নাকি খুবই ভালো৷ আলাদা দল করলেও দু’জনের মধ্যে বরাবর যোগাযোগ ছিল। তবে এ দিনের সাক্ষাতে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে জেলায়। রুটিনমাফিক মিহির গোস্বামী এবং দেবপ্রসাদ রায় বলেছেন,”এটা নেহাতই সৌজন্যমূলক সাক্ষাৎ। রাজনীতি নেই।”

বিধায়ক মিহির গোস্বামীর পরে গত মঙ্গলবার সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া জেলা নেতৃত্বকে তোপ দেগে ‘গরম’ মন্তব্য করেন। তাঁর মূল অভিযোগ, ২০১৯ সালে বিজেপির হয়ে যাঁরা কাজ করেছেন, তাঁরাই এখন জেলা তৃণমূলের প্রথম সারির নেতা।

ওদিকে, কোচবিহার তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় বুধবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, “সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া কী বলেছেন জানি না। এ বারের লোকসভা নির্বাচনে পরাজয়ের নানা ব্যাখ্যা হয়েছে। ওটা তাঁর ব্যক্তিগত মতামত। আবেগবশত কে কী বলেছেন তা নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা হবে।”

আরও পড়ুন : শুভেন্দুর সভাস্থলের কাছেই মমতা-অভিষেকের ছবির তোরন, কৌতূহল বাড়ছে

মিহির গোস্বামী প্রসঙ্গে জেলা সভাপতি বলেছেন, “মিহিরবাবু দলের গুরুত্বপূর্ণ নেতা। তবে নেত্রী আমাদের কাছে আবেগ। তাঁর সম্পর্কে কেউ বিরূপ মন্তব্য করলে নিশ্চিত ভাবে প্রতিবাদ হবে।”

ওদিকে, মিহির গোস্বামী বলেছেন, “আমি যা বলেছি, যে কোনও আত্মসম্মানরক্ষাকারী মানুষ সে কথা বলবেন। আমি এখন পর্যন্ত এমন কোনও মন্তব্য করিনি, যা অন্যকে অসম্মান করবে। এটুকু জানি, মানুষকে সম্মান না করলে নিজের সম্মান থাকে না। অপরিণত রাজনৈতিক কর্মীরা যদি সংগঠন পরিচালনা করে, তাহলে সেই সংগঠনের সুস্থতা থাকে না বলে আমি মনে করি।”

Related articles

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...
Exit mobile version