Thursday, August 21, 2025

সমস্যা কাটিয়ে কাকাকে সঙ্গী করেই যোগীকে হারাতে তৈরি অখিলেশ

Date:

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেস ও বিএসপির সঙ্গে অখিলেশ যাদব যে জোট করছেন না সেকথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। এর পেছনে অন্যতম কারণ অবশ্যই বিহার নির্বাচনের ফলাফল। তবে মহাজোটের অংকে না গেলেও অন্য ছকে উত্তরপ্রদেশের খেলা ঘোরাতে তৈরি হয়ে উঠেছেন অখিলেশ যাদব। তাঁর লক্ষ্য কাকা শিবপাল যাদবের সঙ্গে সন্ধি করে উত্তরপ্রদেশের মসনদ থেকে যোগীর অপসারণ। সেই লক্ষ্যে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশ রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই।

সম্প্রতি উত্তরপ্রদেশের সাতটি উপনির্বাচনে মাত্র একটি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি বাকি ছয়টি আসন নিজেদের দখলে নিয়েছে বিজেপি। নিশ্চিত ভাবেই এই ফলাফল বিরোধীদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে ভেঙে না পড়ে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া উত্তরপ্রদেশের বিরোধী শিবির। অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে ২০১৭ সালের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কাকার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়তে চান অখিলেশ। সমাজবাদী পার্টির আশা এর জেরে আখেরে লাভবান হবে দল। শিবপাল যাদবের প্রগতিশীল সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি যদি একত্রিত হয় সে ক্ষেত্রে যাদব ভোটব্যাঙ্ক এক ছাতার তলায় আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কাকা ভাইপোর মধ্যে সমস্যার জেরে যে ক্ষতি হয়েছিল তা কিছুটা সামলে ওঠা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এর পাশাপাশি ভোটের অংকে মুসলিম ভোটের দিকেও বাড়তি নজর রয়েছে সমাজবাদী পার্টির। এক্ষেত্রে সমাজবাদী পার্টির আশা কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের মুল রাজনীতি থেকে অনেকটাই দূরে সরেছেন। ফলে মুসলিম ভোটকে একজোট করা তাদের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি মায়াবতীর দল বিএসপিকে বিজেপির বি টিম হিসেবে প্রচার শুরু করেছেন অখিলেশ। সাম্প্রতিক সময়ে বিএসপির দুজন শীর্ষ নেতা দানিশ আলি এবং মানকর আলিকে দল থেকে সরিয়ে দেওয়ায় মায়াবতীর দলকে সন্দেহের চোখে দেখছে সংখ্যালঘু ভোটাররা। ফলে বিজেপির বিকল্প কোনও শক্তি পেলে সেই দলকে পূর্ণ সমর্থন দেবে উত্তরপ্রদেশের মুসলিমরা। এদিক থেকে পুরোপুরি নিশ্চিত সমাজবাদী পার্টি।

আরও পড়ুন:শীর্ষ নেতৃত্বই বোঝাচ্ছেন বঙ্গ-বিজেপি নেহাতই ‘দুধে ভাতে’: কণাদ দাশগুপ্তর কলম

অন্যদিকে আবার ব্রাহ্মণ ভোট নিজেদের দখলে আনতে কোনও রকম কার্পণ্য করছে না মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব। সাম্প্রতিক সময়ে যোগী আদিত্যনাথের ব্রাহ্মণদের উপর আক্রমণাত্মক নীতি কারণে ব্রাহ্মণ সমাজের বেশিরভাগ মানুষই বিজেপির উপর রীতিমতো ক্ষুব্ধ। এই ইস্যুকে হাতিয়ার করে ২০২২ সালের ভোটযুদ্ধে এখন থেকেই অস্ত্র শানাতে শুরু করে দিয়েছে অখিলেশের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version