Saturday, August 23, 2025

দুই সদর দফতর থেকে একে অন্যের বিরুদ্ধে তীর ছুড়লেন। তৃণমূলের সদর দফতর তোপসিয়ায় রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, আর মুরলী ধর সেন লেনের দফতর থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ব্রাত্য বললেন, রাজ্যে চলছে বহিরাগতদের তাণ্ডব। আর দিলীপ বললেন, সুজাপুরের ঘটনায় প্রমাণিত হচ্ছে বারুদের স্তূপের উপর রয়েছে রাজ্য। ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পিছনে আসল রহস্য কী, তা জানতে কেন্দ্রের হস্তক্ষেপের দরকার রয়েছে।

ব্রাত্য এদিন তৃণমূল ভবনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলার নেতাদের ধর্তব্যের মধ্যেই আনতে চায় না বিজেপি। তাই পাঁচজন অবাঙালিকে এনে রাজ্যের মাথায় এনে বসিয়েছে। আমরা তো বাঙালি-অবাঙালি ভেদে সকলকে নিয়ে থাকতে চাই। কিন্তু ওরা কোথায় ভরসা করছে? উত্তরপ্রদেশ-গুজরাতে একজন বাঙালি নেতা নেই কেন? ব্রাত্য আরও এক কদম এগিয়ে বলেন, রাম মন্দিরের ভিতর অনেকগুলি মন্দির আছে। কিন্তু সেখানে হরিচাঁদ-গুরুচাঁদের মন্দির নেই কেন? বাঙালি বলে উপেক্ষা? এটাই তো ভারতীয় জনতা পার্টি। আর এই রাজ্য সরকার মতুয়াদের জন্য কলেজ-বিশ্ববদ্যালয় সহ নানা সুবিধা তৈরি করেছে। আর মতুয়াদের মন পেতে বিজেপি মতুয়াদের জন্য মন্দির তৈরি করতে চাইছে। মন্দির তো এখানে আছে। মতুয়া প্রেম যদি এতটাই, তাহলে গুজরাত, উত্তরপ্রদেশে যাও না! মুখ্যমন্ত্রী বিশ্ববাংলা তৈরি করছেন। আর তাকে সংকীর্ণতায় মুড়ছে!

দিলীপ পাল্টা বলেন, আমরা আমাদের দলের লোকদের নিয়ে কাজ করছি। তৃণমূল বলুক, পিকে বহিরাগত না দলের? তার কথাতেই দল চলছে। তার বিরুদ্ধেই ক্ষিপ্ত দলের বহু নেতা। কই আমাদের দলে তো তা নয়! সুজাপুর নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে দিলীপ দলের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র রাষ্ট্রপতি শাসন চাওয়ার প্রসঙ্গে বলেন, রাজ্যে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, শেষকৃত্যে সামিল হতে গেলে বিজেপি জনপ্রতিনিধিদের মামলা দেওয়া হচ্ছে, তাতে অনেকেই মনে করছেন রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করা হোক।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version