Thursday, January 15, 2026

কেরালার বিরুদ্ধে রক্ষণ মজবুত করে আক্রমণে নামতে চাইছে এটিকে মোহনবাগান

Date:

Share post:

শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে-মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স। একদিকে গতবারের চ্যাম্পিয়ন টিম এটিকে। তারসঙ্গে এবার গাঁটছড়া বেঁধে খেলছে মোহনবাগান। দলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। বিপরীতে রয়েছে কেরল ব্লাস্টার্স। যে দলের কোচ আবার গত মরসুমে মোহনবাগানকে আই লিগে চ্যাম্পিয়ন করা স্পেনের কিবু ভিকুনা।

আরও পড়ুন : রাত পেরোলেই আইএসএলের ঢাকে কাঠি, নজর থাকবে যাদের দিকে

এটিকে মোহনবাগানের রক্ষণই সেরা। মাঝমাঠ ও আক্রমণ ভাগও বেশ শক্তিশালী। কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, স্পেনের কোচ হওয়া সত্ত্বেও ওঁর পরিকল্পনায় জার্মানি ও ইটালির ঘরানার ছোঁয়া রয়েছে। রক্ষণ মজবুত করে আক্রমণে ওঠেন। গত মরসুমে আইএসএলে চ্যাম্পিয়ন হওয়া দলের অধিকাংশ ফুটবলারকেই রেখেছে এটিকে মোহনবাগান। আক্রমণে রয়েছেন রয় কৃষ্ণা–ডেভিড উইলিয়ামস–এডু গার্সিয়া। রক্ষণে তিরি–সন্দেশ ঝিঙ্ঘান জুটি। ফরওয়ার্ড মনবীর সিং, মাঝমাঠে সংযুক্তি ঘটেছে গ্লেন মার্টিন্স এবং শেখ সাহিলের মতো তরুণ ফুটবলারদের। দলের ভারতীয় স্কোয়াডও দুর্দান্ত শক্তিশালী। রয়েছেন ধীরজ সিং (‌গোলরক্ষক)‌, প্রীতম কোটাল, শুভাশিস বোস, প্রবীর দাস, প্রণয় হালদারের মতো খেলোয়াড়রা। তারকা খোচিত দল গড়ে এবছর ট্রফি ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহন বাগান।

অন্যদিকে, মোহনবাগানের আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা, এবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে রয়েছেন। স্পেনীয় ভঙ্গিতে পাসিং ফুটবলেই বিশ্বাস করেন কেরল ব্লাস্টার্সের কোচ। গত মরসুমে ওঁর কোচিংয়ে দারুণ খেলেছিল বাগান। দু’‌বার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে না পারা কেরালা এবার বেশ দুর্দান্ত দল তৈরি করেছে।

দর্শকশূন্য স্টেডিয়ামে, গোয়ার মাটিতে ফিরছে দেশের সেরা ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচ খেলতে নামা দুই দলেই তারকাদের ছড়াছড়ি। দুই চ্যাম্পিয়ন কোচের লড়াই। একদিকে অ্যান্তোনিও লোপেজ হাবাস, অন্যদিকে কিবু ভিকুনা, দুজনেই স্প্যানিশ। তাই শুক্রবার গোয়ার মাটিতে, দেখা যেতে পারে, স্প্যানিশ ফুটবল ঘরানার লড়াই। সব মিলিয়ে বলাই যায় একটা টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এই বছরের আইএসএল।

spot_img

Related articles

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...

খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ না করলে তৃণমূল গণ-আন্দোলন গড়ে তুলবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতেও। বৃহস্পতিবার...