Saturday, August 23, 2025

ফেসবুকের কাছে ৩৭১ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে ৪৪ শতাংশ ক্ষেত্রে কিছু তথ্য দিয়েছে ফেসবুক। ২৪১টি অনুরোধের মধ্যে ৯৯টি জরুরি অনুরোধ ছিল। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ অনুরোধগুলো করা হয়।

বিভিন্ন দেশের সরকার ফেসবুক কর্তৃপক্ষের কাছে কী ধরনের অনুরোধ জানায়, তা তুলে ধরতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। তবে এতে কোন ধরনের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা উল্লেখ করা হয়নি। সূত্র জানিয়েছে, ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধে সাড়া দেয় কর্তৃপক্ষ।

বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যমটির তথ্য অনুযায়ী, ফেসবুকের কাছে সরকারের তথ্য চাওয়ার হার তুলনামূলকহারে বাড়ছে। গত বছরের শেষ ছয় মাসে ফেসবুকের কাছে ১৭৯টি অনুরোধ করেছিল সরকার। এ সময় ৪৫ শতাংশ ক্ষেত্রে সাড়া দেয় ফেসবুক।

বিশ্বজুড়েই ফেসবুকের কাছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার বেড়ে গেছে। এ বছরের প্রথম ছয় মাসেই ফেসবুকের কাছে ২৩ শতাংশের বেশি তথ্য চাওয়া হয়েছে।

এ সময় ফেসবুকের কাছে অনুরোধ গেছে এক লাখ ৪০ হাজার ৮৭৫টি। সবচেয়ে বেশি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ভারত, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য বছরের প্রথম ছয় মাসে ৬১ হাজার ৫২৮টি অনুরোধ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

আরও পড়ুন- রয় কৃষ্ণর গোলে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল এটিকে- মোহনবাগান

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version