কর্মীর করোনা সংক্রমণ, ঢাকায় বন্ধ দক্ষিণ কোরিয়ার দূতাবাস 

খায়রুল আলম,ঢাকা

করোনা সংক্রমণের জের, বন্ধ ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস। দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের একজন কর্মী গতকালই কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। অন্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিশন বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে ইমেইলে (consuldhaka@mofa.go.kr) দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে। কোভিড সংক্রমিত কর্মী দক্ষিণ কোরিয়ার না বাংলাদেশি নাগরিক তা জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দূতাবাস বন্ধ থাকাকালে ভিসা ইস্যু থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Previous articleফেসবুকের কাছে ৩৭১ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ
Next article৮৫ বছরের বৃদ্ধকে ১২ বছরের শিশুর সঙ্গে বিয়ে দিলেন গ্রামের মাতব্বররা