নারদকাণ্ডে এবার নোটিশ ধরানো হলো রত্না চট্টোপাধ্যায় ও আইপিএস মির্জাকে। মূলত তাঁদের বেশ কিছু বিষয়ের হিসাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রাক্তন মেয়র এবং মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের স্ত্রীর হিসাব দাখিল করার খবর নিশ্চিতভাবে লক্ষ্যণীয় বিষয়। কারণ নারদ কাণ্ডে অভিযুক্ত ছিলেন খোদ শোভন। সেখানে রত্নার সম্পত্তির হিসাব দাখিল করার নির্দেশ নিশ্চিতভাবে আলাদা অর্থ রয়েছে। মির্জা তো মূল অভিযুক্ত। ভিডিওতে দেখা গিয়েছে তিনি বলছেন, কার কার হয়ে টাকা নিতেন।

আরও পড়ুন:কেরালার বিরুদ্ধে রক্ষণ মজবুত করে আক্রমণে নামতে চাইছে এটিকে মোহনবাগান

