Saturday, August 23, 2025

সংক্রমণের ঝুঁকি, পাকিস্তান সহ ১২ টি দেশের ভিসায় স্থগিতাদেশ আরব আমিরশাহির

Date:

বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে চলেছে ব্যাপকভাবে। যার জেরেই এবার বড়সড় সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরশাহী। পাকিস্তান সহ বিশ্বের ১২ টি দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হঠাৎ আরব আমিরশাহির এহেন সিদ্ধান্তে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, আমরা জানতে পেরেছি আরব আমিরশাহী সাময়িকভাবে পাকিস্তানসহ ১২টি দেশকে ভিসা বন্ধ করেছে। তবে যে সমস্ত ভিসা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে সেগুলি বাতিল হবে না বলেই জানা গিয়েছে। এদিকে পাকিস্তান সহ যে সমস্ত দেশ গুলির ক্ষেত্রে আরব আমিরশাহী এই নিয়ম লাগু করেছে সে গুলি হল, তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তান। তবে ভিসা দেওয়ার ক্ষেত্রে ও নানান রকম ভাগ রয়েছে প্রত্যেকটি দেশের, যেমন ব্যবসা, পর্যটন, পড়াশুনো প্রভৃতি। তবে ঠিক কোন কোন ক্ষেত্রে ভিসায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি।

আরও পড়ুন:অসমে বিজেপি জোট ছাড়ছে শরিক বোড়োল্যান্ড পিপল’স ফ্রন্ট

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের। আরব আমিরশাহির বিমানে হংকং যাওয়া ৩০ জন পাকিস্তানের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপরই সর্তকতা অবলম্বন করে এই দেশ।করোনা ঝুঁকির কারণে গত আগস্ট মাসে পাকিস্তান শহর ৩০টি দেশে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করে কুয়েত। সব মিলিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা সংক্রমণের ঝুঁকির কারণে এবার ভিসা বাতিলের সিদ্ধান্ত নিল আরব আমিরশাহী।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version