হিন্দি গানের সঙ্গে মেয়ের ভিডিও পোস্ট, নেটিজেনদের আক্রমণের মুখে সামি

অস্ট্রেলিয়া থেকে টুইটারে মেয়ের একটি ভিডিও পোস্ট করেছেন মহম্মদ শামি। যাতে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে হিন্দি গানের সঙ্গে নাচছে। এই ভিডিও পোস্ট করে শামি লিখেছেন, ‘ছোটা ড্যান্স মাস্টার।’

আরও পড়ুন- সংক্রমণের ঝুঁকি, পাকিস্তান সহ ১২ টি দেশের ভিসায় স্থগিতাদেশ আরব আমিরশাহির
আর এই পোস্ট দেখার পরই রীতিমতো রে রে করে উঠেছেন নেটিজেনরা ।এমনকি কারো কারো বক্তব্য, সক্রিয় মৌলবাদীরাও তার এই পোস্ট দেখে সক্রিয় হয়ে উঠতে পারে।
শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের বিবাহ-বিচ্ছেদের মামলা অবশ্য এখনও চলছে। ভারতীয় পেসারের নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। তা আপাতত ঠেকানো গিয়েছে যদিও।
এমনকি কেউ কেউ তাকে প্রশ্ন ছুড়েছেন, মায়ের মতোই কি মেয়েকে তৈরি করতে চাইছেন? কোন শিক্ষা দিচ্ছেন আপনি? তাদের আপত্তি, যে গানের সঙ্গে নেচেছে সামির কন্যা সেই গানটি নিয়ে । আপাতত অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে সামি রয়েছেন এবং তার এই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তা তার পারফরমেন্সে কোনও প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলবে ।