Friday, August 29, 2025

উৎসবের মরশুম শেষে ছট পুজোয় ফের পকেটে ধাক্কা মধ্যবিত্তের। বাড়ল জ্বালানির দাম। শুক্রবার থেকে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

দিল্লিতে পেট্রোলের দাম ৮১.২৩ টাকা প্রতি লিটার ৷ বাড়ল ১৭ পয়সা। ডিজেলের দাম ৭০.৬৮ টাকা প্রতি লিটারে ৷ বাড়ল ২২ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৯২ টাকা প্রতি লিটার ৷ বাড়ল ১৮ পয়সা। ডিজেলের দাম ৭৭.১১ টাকা ৷ বাড়ল ২৫ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৭৯ টাকা ৷ বাড়ল ২০ পয়সা। ডিজেলের দাম ৭৪.২৪ টাকা ৷ বাড়ল ২৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.৩১ টাকা৷ বাড়ল ১৭ পয়সা। ডিজেলের দাম ৭৬.১৭ টাকা৷ বাড়ল ২২ পয়সা।

আরও পড়ুন : মালদহের ছটঘাটে ড্রোন দিয়ে নজরদারি

দেশের বাজারে ডিজেলের দাম শেষবার ২ অক্টোবর কম করা হয়েছিল৷ এরপর থেকে ডিজেলের দাম স্থির রয়েছে। পেট্রোলের দামে বদল শেষ বার ২২ সেপ্টেম্বর হয়েছিল। এই নিয়ে একটানা ৫৪ দিন অপরিবর্তিত পেট্রোলের দাম। ডিজেলের দাম অপরিবর্তিত, একটানা ৪৫ দিন ধরে।

চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে আবারও দাম বাড়তে পারে। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে সরকারের শুল্ক ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে এই শুল্ক ছিল মাত্র ৯.৪৮ টাকা। ৬ বছরে তা বেড়ে গিয়েছে প্রায় ২২ টাকা।

আরও পড়ুন : নয়া নির্দেশিকা, ২৩ নভেম্বর থেকে খুলছে রাজ্যের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি

পেট্রোল ও ডিজেলের দাম আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে ও বিপিসিএল এর উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে জানতে পারবেন তেলের দাম ৷ এইচপিসিএল-এর উপভোক্তাদের HPPrice লিখে 9222201122 নম্বরে পাঠাতে হবে ৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version