করোনা আবহে অভিনব পদ্ধতিতে ছট পালন কোন্নগরের কানাইপুর আদর্শনগরে। বাড়ির ছাদে কৃত্রিম জলাশয় তৈরি করে, সেখানেই ছটপুজো করেন আদর্শনগরের বাসিন্দাদের।

এই এলাকার বাসিন্দা তথা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের বাড়িতেও একইভাবে ছটপুজো পালন হয়। করোনাভাইরাসের প্রভাব এবছর সব উৎসবেই পড়েছে। তাই শারীরিক দূরত্বও মেনে অতিমারি আবহে সমস্ত ছটপুজো পালনের এই অভিনব পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছে প্রশাসনও ।

আরও পড়ুন: ফের বঙ্গে বৃষ্টি, এবার কি নামবে তাপমাত্রা?
