হুগলির চণ্ডীতলার খালপাড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল। শনিবার, এলাকার খালপাড়ে এক ব্যক্তির মাথা কাটা দেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চণ্ডীতলার থানার পুলিশ।মৃতদেহের মাথার সঙ্গে দুটি হাতের কব্জিও গায়েব। দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন:বৈশাখী কে? চিনি না তো! শোভন বান্ধবীকে বিদ্রূপ কাকলির
