বাবার মৃত্যু, অস্ট্রেলিয়ায় নিভৃতবাসে থাকা সিরাজের দেশে ফেরা কঠিন

অস্ট্রেলিয়া সফরে ছেলে মহম্মদ সিরাজ। আর সে দেশে বসেই শুনলেন বাবার মৃত্যুর খবর। কিন্তু বাবা মহম্মদ ঘাউসের শেষকৃত্যে দেশে ফিরতে পারবেন কি নিভৃতবাসে থাকা ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ ফাস্ট বোলার? এখনও এ ব্যাপারে কোনও নিশ্চিত খবর ভারতীয় ম্যনেজমেন্টের তরফে মেলেনি।

সিরাজের বাবা ঘাউস দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। অটো চালক ঘাউস ছেলের ক্রিকেটের জন্য সর্বস্ব পণ করে লড়াই করেছিলেন। কিন্তু ভারতীয় জার্সি গায়ে সন্তানের খেলা দেখে যেতে পারলেন না। আইপিএলে সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। ভালোই খেলেন ফলে ভারতীয় টেস্ট দলে খেলার সুযোগ পেয়ে যান। ১৭ ডিসেম্বর থেকে টেস্ট শুরু।

অন্যদিকে স্টিভ স্মিথের দল জোর প্রস্তুতির মধ্যে রয়েছে। তাদের মূল লক্ষ্য বিরাট কোহলি। ওয়ান ডে, টি-২০ বা টেস্ট, সব ধরণের খেলাতেই অস্ট্রেলিয়া আগে বিরাটের উইকেট ফেরানোর পরিকল্পনায়। অন্যদিকে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটের টিকিটের চাহিদা বিরাট। ইতিমধ্যে টি-২০ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন : রয় কৃষ্ণর গোলে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল এটিকে- মোহনবাগান

Previous articleবাতাসে বিষ-বৃদ্ধি! শীতের মুখে কলকাতায় লাফিয়ে বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা
Next articleশোভন-বৈশাখীর বাড়িতে অরবিন্দ মেনন! এবার কেন জানেন?