জগদ্ধাত্রী রূপে মা তারার পুজো তারাপীঠে

মহানবমীতে জগদ্ধাত্রী রূপে তারাপীঠে মা তারাকে পুজো করা হয়। তারাপীঠে কোনো মূর্তি পুজো হয় না। তাই মা তারাকেই জগদ্ধাত্রী রূপে পুজো করে জগৎবাসীর মঙ্গল কামনা করা হয়।

এদিন সন্ধেয় শুরু হয় মূল পুজো।মা তারাকে ডাকের সাজে সাজিয়ে পুজো করা হয়। এছাড়াও কুমারী পুজো হয় তারাপীঠে। সন্ধারতির পরে মা তারার বিশেষ পুজো করা হয়।

এছাড়াও বিশেষ ভোগ, মিষ্টি, পান নিবেদন করা হয়। তারা অঙ্গে জগদ্ধাত্রী পুজো দেখতে স্থানীয়রা ভিড় করেন মন্দির চত্বরে। যদিও বহিরাগত ভক্তের ভিড় এবার নেই তারাপীঠে।

আরও পড়ুন-তৃণমূল নেত্রীর প্রতি আনুগত্য, বৈঠকে জানালেন মালদহ জেলা পরিষদ সভাপতি

Previous articleআরও এক কংগ্রেসি ভাবধারার নেতাকে হারাল দেশ, প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী
Next articleআলুসেদ্ধ-ভাতও আর পাবেন না: আইন বদল করায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার