Sunday, August 24, 2025

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। ওই সিনেমার নায়িকা সঞ্জনা সাঙ্ঘি অর্থাৎ ‘কিজি বসু’ এবার নতুন নায়কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। ‘আশিকি ২’-এর ‘রাহুল জয়কর’-এর সঙ্গে। ছবির নাম ‘ওম-দ্য় ব্য়াটল উইদিন’ এ এবার আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সঞ্জনা সাঙ্ঘিকে। ছবির পরিচালক কপিল বর্মা। ছবির প্রযোজনার দায়িত্বে জি স্টুডিও আহমেদ খান ও শাহরিরা খান।

নিজের দ্বিতীয় ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত সঞ্জনা সাঙ্ঘি। তিনি বলেন, “কয়েক মাস ধরে অনেক গল্প শুনেছি। স্ক্রিপ্টও পড়েছি, তাতে আমার মনে হয়েছে এই ছবির মাধ্য়মে নতুন চ্য়ালেঞ্জ নিতে পারব। নতুন ছবি নিয়ে আমি খুব এক্সাইটেড।” ছবিতে রয়েছে বেশ কিছু অ্য়াকশন সিনও। তাই নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করছেন প্রত্যেকদিন। এছাড়াও ট্রেনিং নিচ্ছেন বলেও জানান তিনি।

ছবির প্রযোজক আহমেদ খান জানান, দেশের পাশাপাশি বিদেশেও শুটিং হয়েছে। সঞ্জনাকে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে এই ছবিতে, জানিয়েছেন পরিচালক। এর আগে আদিত্য় রায় কাপুরের ছবি রিলিজ করেছে ওটিটি প্ল্য়াটফর্মে। শেষ ছবি লুডো। এই নতুন জুটি নিয়ে আগ্রহ জন্মেছে দর্শকদের মনেও। জানা গিয়েছে, ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হতে চলেছে। আগামী মার্চে ‘ওম দ্য়-ব্য়াটল উইদিন’-এর শুটিং শেষ হবে। ছবিটি রিলিজ করবে ২০২১-এ।

আরও পড়ুন-ফাইজার, মোডার্নার পর অক্সফোর্ডের ভ্যাকসিনও ৯০% কার্যকরী হতে পারে, দাবি বিশেষজ্ঞদের

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version