Tuesday, November 4, 2025

দলের বিরুদ্ধেই কি এবার আদালতে যাবেন হরিপালের শম্পা!

Date:

বাড়িতে গাড়ি। কিন্তু বাড়ির সামনে ১০০ দিনের প্রকল্পের গাছ। ফলে গাড়ি কাজে লাগাতে পারছেন না হরিপাল থেকে নির্বাচিত তৃণমূল জেলা পরিষদ সদস্যা শম্পা দাস। বিষয়টি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তিনি। বিচার চেয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে ফের এক বার দরবার করবেন বলে জানিয়েছিলেন তৃণমূল জেলা পরিষদ সদস্যা শম্পা। জেলা পরিষদের বৈঠকেও যাবেন। তবে, বিচার না পেলে আদালতে যাবেন বলেও ঠিক করেছেন।

হরিপালের আশুতোষ পঞ্চায়েতের প্রভাবশালী এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শম্পা দাস। জেলা ও রাজ্য নেতাদের কাছে নালিশও জানিয়েছিলেন তিনি। এরপর পঞ্চায়েতের তরফে শম্পার বাড়ির গেটের সামনে একশো দিনের কাজের প্রকল্পে কয়েকটি গাছ বসিয়ে দেওয়া হয়। সেই প্রভাবশালী নেতার নির্দেশেই এই কাজ করা হয় বলে অভিযোগ শম্পা দাসের। গেটের সামনে গাছ বসানোয় ছ’মাস ধরে তিনি গাড়ি বার করতে পারছেন না।

বাড়িতে গাড়ি রয়েছে। কিন্তু তা বার করতে পারিনি। ফলে লকডাউন পরিস্থিতিতে তাঁর মেয়ে প্রবেশাধিকা পরীক্ষায় বসাতে পারেনি বলে অভিযোগ। উচ্চ মাধ্যমিক পাশ করে এবার শম্পার কন্যা কলেজে যাবেন। কিন্তু গাড়ির বের করা যাচ্ছে না। তাই দলকে সমস্যার সমাধানে অনুরোধ করবেন তিনি। কিন্তু তাতে কাজ না হলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শম্পা।

হুগলির তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, হরিপালের ওই জেলা পরিষদ সদস্যার সমস্যাটি তিনি জানেন। দলকে তিনি ফের জানালে বিষয়টি নিয়ে কোর কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তবে দলের বিরুদ্ধে কেউ আদালতের দ্বারস্থ হয় এটা চান না তিনি।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে কথা হতেই অভিমান গলে জল বৈশাখী-শোভনের!

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version