Friday, May 23, 2025

মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালিদের মুখে কিছু রোচে না। এবার মৎস্যপ্রেমীদের জন্য সুখবর! করোনা পরিস্থিতিতে কলকাতায় বাড়ি বাড়ি ‘রেডি টু কুক-ইট’ এবং কাঁচা মাছ পৌঁছে দেবে বেনফিস। অ্যাপ নির্ভর এই পরিষেবা নতুন বছরের গোড়াতেই চালু করছে মৎস্য দফতরের অধীনে থাকা এই সংস্থাটি।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। গুগল প্লে স্টোরে গিয়ে ‘BENFISH REVELRY’ টাইপ করলেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে। চন্দ্রনাথ সিনহা বলেন, “ধাপে ধাপে এই পরিষেবা জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি শহরের বুকে বেনফিস একাধিক স্থায়ী কাউন্টার খুলতে চলেছে। ক্রেতারা অ্যাপে ভার্চুয়াল মাছের আইটেম দেখে সন্তুষ্ট না হলে, এই কাউন্টারে গিয়ে পছন্দ মতো বরাত দিতে পারবেন।”

মৎস্যমন্ত্রীর কথায়, করোনা আবহে ভিড় এড়াতে সাধারণ মানুষ বাজারে কম যাচ্ছেন। আমরা সেই জায়গায় সরকারি ব্যবস্থাপনায় কাঁচা কিংবা রান্না করা হরেক পরিচিত-অপরিচিত মাছ মানুষের দরজায় পৌঁছে দিতে চলেছি। ওয়াকিবহাল মহলের দাবি, বেনফিসের এই উদ্যোগ সফল হবে। এ প্রসঙ্গে বেনফিসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিধান রায় বলেন, “করোনা পর্বে লকডাউনে আমরা শহরের প্রবীণ নাগরিকদের দরজায় এই পরিষেবা পৌঁছে দিয়েছিলাম। তাতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারপরই অ্যাপ নির্ভর এই মাছ সরবরাহের পরিকল্পনা করা হয়।” তিনি আরও বলেন, এই পরিষেবাকে জনপ্রিয় করতে দাম সাধারণের নাগালের মধ্যে রাখা হবে। বেনফিস কলকাতার বুকে ২৫টি কাউন্টার খুলছে। নয়া বছরেই তার সূচনা হবে। গড়িয়া, উল্টোডাঙা, গড়িয়াহাট সহ বিভিন্ন এলাকায় এই কাউন্টার চালু হতে চলেছে।

আরও পড়ুন-গৃহপরিচারিকারাও বনধে সামিল হবেন, দাবি বামেদের

Related articles

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...

‘দেশদ্রোহী’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আর পড়াশুনা করতে পারবেন না বিদেশিরা। নয়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের (Donald...

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali...
Exit mobile version