Wednesday, November 12, 2025

কে কার সঙ্গে সম্পর্ক রাখছে সব জানি, সারা বাংলায় আমিই পর্যবেক্ষক: মমতা

Date:

দলে কে কার সঙ্গে সম্পর্ক রাখছে, সব নজর রাখছি। এটা ভাববেন না দিদি জানে না, দিদি জানে- বাঁকুড়া সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার, বাঁকুড়ার সুনুকপাহারি সভায় মুখ্যমন্ত্রী বলেন, দলে কে কার সঙ্গে সম্পর্ক রাখছে, সব তাঁর নজরে আছে। “দলে থেকে কারা যোগাযোগ করছেন সব নজর রাখছি। সরকারের মতই দলটাকেও গুরুত্ব দিয়ে দেখব। এটা ভাববেন না দিদি জানে না, দিদি জানে”।

কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ছাগলের একটা ছানাকে ছেড়ে রাখতে হয়। যাঁরা অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা সে দলের খবর ফাঁস করছেন এটা বুঝতে হবে। তৃণমূল নেত্রীর মতে, যাঁরা এসব করছেন, তাঁরা ধান্দাবাজ। এই ধান্দাবাজদের একটা গোষ্ঠী আছে। তবে, তাঁরা সংখ্যায় কম।

আরও পড়ুন-৩০-৩৫ শতাংশ সিলেবাস কমছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

এরপরই উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নজর রাখুন কার বাড়িতে মাঝরাতে গাড়ি নিয়ে কারা যাচ্ছে, কার সঙ্গে রাতভর ফোনে কথা হচ্ছে। ফোন ট্যাপ করতে পারবেন না কিন্তু দরজার বাইরে থেকে শুনতে পারবেন”।

কর্মীদের কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকেই বলছেন, এই জেলায় পর্যবেক্ষক কে, ওই জেলায় পর্যবেক্ষক কে? আমি বলছি, সারা বাংলায় আমিই পর্যবেক্ষক”। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এত দিন সরকারের কাজে বেশি মন দিয়ে দলকে একটু ঢিলে দিয়েছিলাম। কিন্তু এ বার পুরো দলটাই আমি দেখব”। এই বাঁকুড়ার মাটি থেকেই সেই কাজ শুরু করলেন বলে জানান মমতা।

আরও পড়ুন-জেলে বসে লড়াই করলেও ভোটে জিতব: চ্যালেঞ্জ ছুড়ে জানালেন মমতা

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version