Tuesday, November 11, 2025

মিডিয়ার ঘাড়ে বন্দুক রেখে জিটিএ অডিট নিয়ে টুইটে খোঁচা রাজ্যপালের

Date:

এবার মিডিয়ার ঘাড়ে বন্দুক রেখে জিটিএ-এর অডিট নাকি হয় না বলে খোঁচা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার কালিম্পঙে একটি বৌদ্ধ গুম্ফা দেখে বার হওয়ার পরেই রাজ্যপাল জানান এ বিষয়ে তিনি টুইটার হ্যান্ডেলে তাঁর বক্তব্য লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, “মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলে ইঙ্গিত মিলছে জিটিএ-এর বহুদিন কোনও সুষ্ঠু অডিট হয় না। অথচ সুষ্ঠু অডিট বাধ্যতামূলক। আশা করি যাবতীয় হিসেব ভাল করে খতিয়ে দেখে অডিট করানো হবে”।

এই টুইট দেখার পরে জিটিএ-তে ক্ষমতাসীন মোর্চা নেতারা এখনও কোনও মন্তব্য করেননি। জিটিএ-এর প্রাক্তন কেয়ারটেকার চেয়ারম্যান বিনয় তামাং আপাতত কিছুটা সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর ফের শিলিগুড়িতে শারীরিক পরীক্ষা করাতে যাওয়ার কথা। বিনয় ঘনিষ্ঠ এক নেতা জানান, রাজ্যপাল পাহাড়ে থাকাকালীন জিটিএ নিয়ে একতদিন কিছু বলেননি বলে তাঁরা অবাক হয়েছিলেন। এদিন রাজ্যপালের টুইট দেখার পরে বিনয় শিবিরের এক নেতা জানান, প্রতিটি পাইপয়সার হিসেব বিধি মেনে নবান্নে পাঠানো হয়েছে। আভ্যন্তরীণ অডিটও হয়েছে বলে তাঁদের দাবি। তিনি জানান, কেউ পাহাড়ে বেড়ানোর ফাঁকে যদি অডিট নিয়ে কথাবার্তা বলতে শুরু করেন এবং তাও কোন মিডিয়ার কাছ থেকে শুনেছেন এবং কী অভিযোগ শুনেছেন তা স্পষ্ট করে না বললে এ সব পাহাড়বাসী কেন কারও কাছে গ্রহণযোগ্য হবে না।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version