সাতদফা দাবিতে বাম কংগ্রেসের ডাকে চলছে ধর্মঘট। বৃহস্পতিবার, হুগলি জেলাতেও মিশ্র সাড়া পড়েছে বাম-কংগ্রেসের। শ্রীরামপুরে রেল লাইনের উপর বসে পড়েন ধর্মঘট সমর্থনকারীরা। এর ফলে জেলার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে বহু ট্রেন।

এরপর শ্রীরামপুর, কোন্নগর, হিন্দমোটর-সহ বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই মিছিল করেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশ-প্রশাসন।
আরও পড়ুন:নিভারের দাপটে সকাল থেকেই প্রবল বৃষ্টি ও ঝড় চলছে পুদুচেরি-তামিলনাড়ুতে

গোঘাটের বেঙ্গাই চৌমাথায় দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। বাম নেতা-কর্মীরা পথ অবরোধ করে।এদিন ধর্মঘট সফল করতে সকাল থেকেই পথে বাম কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। পুলিশের সঙ্গে কথার পরে অবরোধ ওঠে।
