মর্মান্তিক! গুজরাটের কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত ৬

মর্মান্তিক কাণ্ড! শুক্রবার ভোররাতে গুজরাটের রাজকোট শহরের সর্দার নগরে একটি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় ৬ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। প্রশাসন সূত্রে খবর, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে প্রথমে আগুন লাগে। আইসিইউ থেকেই আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন : করোনা টিকা তৈরি কদ্দূর? অগ্রগতি জানতে মোদি যাবেন সেরাম ইনস্টিটিউট

রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালের ইনটটেনসিভ কেয়ার ইউনিটে ১১ জন কোভিড রোগী ভরতি ছিলেন। রাজকোট শহরের এই হাসপাতালটিতে কোভিড রোগীদের চিকিত্‍‌সা করা হত। সবমিলিয়ে মোট ৩৩ জন করোনা রোগীর চিকিত্‍‌‍সা চলছিল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আইসিইউ থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হলেও আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও দমকলের আধিকারিকরা আগুন লাগার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছেন। দমকলের এক আধিকারিক জানান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

Previous articleসংক্রমণের হার কমলেও বাড়ছে মৃত্যু, বাংলা নিয়ে আশঙ্কিত বিশেষজ্ঞরা
Next articleকেষ্টপুরে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীদের