Friday, November 7, 2025

অভিনব থিমে অনির্বাণ-মধুরিমার রিসেপশন পার্টি, অভিনবত্ব ছিল বর-কনের পোশাকেও

Date:

Share post:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন অনিবার্ণ-মধুরিমা দম্পতি। বৃহস্পতিবারই ব্যক্তিগত পরিসরেই সই সাবুদ করে আইনী বিয়ে সেরেছেন তাঁরা। শুক্রবার ছিল রিসেপশন। বিয়ের মতোই বিয়ের রিসেপশনও জাঁকজমকহীনভাবেই সেরেছেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। নিমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠরা।

বিয়ের মত, অনির্বাণ মধুরিমার রিসেপশনও আয়োজিত হয়েছিল সল্টলেকে ন‌্যাশনাল মাইম ইনস্টিটিউটে। রিসেপশন স্থলটিকেও নাটকের স্টেজের আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছিল। বিয়ের মতোই অনির্বাণ-মধুরিমার রিসেপশনের সাজও ছিল সাদামাটা। সাদা কুর্তা পাঞ্জাবি, সঙ্গে নীল উত্তরীয়তে দেখা গেল অনির্বাণকে। অন্যদিকে স্লেট রঙের শাড়ি, সঙ্গে হলুদ ব্লাউজে সেজেছিলেন মধুরিমা। ছিল সিলভার রঙের ভারী গয়না।

নবদম্পতিকে সারপ্রাইজ দেওয়ার জন্য, নাচ, গান অভিনয় মিলিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ‘সংঘারাম’ নাট্যদলের সদস্যরা। তাঁদের এই আয়োজন দেখে মুগ্ধ হন অনির্বাণ ও মধুরিমা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনিবার্ণ-মধুরিমার মালাবদলের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ-মধুরিমার বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই একাংশের ব্যঙ্গাত্মক মন্তব্য ধেয়ে এল নবদম্পতির দিকে। প্রশ্ন আসে, ‘এ কেমন সিঁদুর পড়ানো? মাথা ফেটে রক্ত পড়ছে নাকি!’ , ‘বউয়ের মুখে এত অস্বস্তি কেন! বিয়ে করতে ইচ্ছে করছে না?’ ট্রোলিংয়ের বিষয় হিসাবে অনির্বাণের সিঁদুর পরানোর ধরন, মালাবদলের ভিডিও থেকে শুরু করে তাঁর জৌলুসহীন বিয়ের অনুষ্ঠান, বাদ পড়েনি কিছুই। ট্রোলিংয়ের শিকার হলেন মধুরিমা নিজেও।

আরও পড়ুন : ঘরোয়া আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ

কয়েক দিন আগে অভিনেতার বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই মধুরিমার দিকে উড়ে এসেছে নানা বিরূপ মন্তব্য। এমনকি তাঁর শারীরিক গঠন নিয়েও কথা বলতে ছাড়েনি কিছু মানুষ। নেটাগরিকদের একাংশের এমন মন্তব্য শুনে অন্য একাংশ প্রশ্ন তুলেছেন, তবে কী এবার ফ্যানদের কথা শুনি জীবনযাপন করতে হবে? যদিও, সেলিব্রিটিদের কাছে এসব ট্রোলিং দুধভাত। এইসব মন্তব্যে বিশিষ গুরুত্ব দিতে নারাজ নবদম্পতি।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...