কত টাকার মালিক ছিলেন মারাদোনা? সামনে এল সেই তথ‍্য

বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত‍্য। চোখের জলে বিদায় নিয়েছেন ফুটবল রাজপুত্র দিয়েগো মারদোনা। প্রয়াত এই কিংবদন্তিকে নিয়ে স্বরনে গোটা বিশ্ব।

প্রয়াত এই কিংবদন্তিকে নিয়ে এবার উঠে এল নতুন তথ‍্য। মৃত্যুকালে ঠিক কত টাকার মালিক ছিলেন দিয়েগো মারাদনা? সেই তথ‍্যই উঠে এল এবার গোটা বিশ্বের সামনে। এক প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড়ি জীবনে মারাদোনার বেতন ছিল ৩ মিলিয়ান মার্কিন ডলার। বিজ্ঞাপনের জন‍্য তিনি নিতেন ৮ থেকে ১০ মিলিয়ান ডলার। রাজকীয় জীবন যাপন পালন করতেন দিয়েগো। কর ফাঁকি দিয়ে ৪৪ মিলিয়ান মার্কিন ডলার জমিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ বয়সে মারাদোনার নাকি সেরকমভাবে কিছুই জমাতে পারেননি। এক প্রতিবেদন অনুযায়ী শেষ বয়সে মেরেকেটে ১ লাখ ডলারের মালিক ছিলেন তিনি। ভারতী মুদ্রায় যার পরিমান ৭৩ লক্ষ টাকা।

আরও পড়ুন:অভিনব থিমে অনির্বাণ-মধুরিমার রিসেপশন পার্টি, অভিনবত্ব ছিল বর-কনের পোশাকেও

যদিও সেলিব্রিটি ম‍্যাগাজিনের দাবি মারাদোনার মৃত্যুর সময় মোট সম্পত্তি ছিল ৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমান ৩ কোটি ৬৯ লক্ষ ৭৪ হাজার ৯৫২ টাকা। তবে ফুটবল ছাড়াও তাঁর রঙিন জীবন সব সময় ছিল সংবাদ শিরোনামে।

Previous articleঅভিনব থিমে অনির্বাণ-মধুরিমার রিসেপশন পার্টি, অভিনবত্ব ছিল বর-কনের পোশাকেও
Next articleতিন বিষয়ে একমত গুরুং-তামাং শিবির, জল মাপতে রবিবার কার্শিয়াঙে রোশন গিরি