Wednesday, November 5, 2025

মথুরবাবুকে প্রথম আইবুড়োভাত খাওয়ালেন ছোটখুকি, আশীর্বাদ দিলেন গদাই ঠাকুর!

Date:

রানি রাসমনির সেজ জামাই মথুরানন্দের বিয়ে বলে কথা। বিয়ের আগে তাঁর আইবুড়োভাত তো ঘটা করেই হবে। তাই ছোটো খুকি নিজের হাতেই আয়োজন করেছেন সবকিছুর। মেনুতে ছিল ভাত, পোলাও, ডাল, আলুভাজা, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, স্যালাড, পাঁচ রকম মিষ্টি, দই, পায়েস, চাটনি। প্রতিটি ছবি নিজেই শেয়ার করলেন মথুর বাবু। বিয়ের আগে প্রথম মথুর বাবু আইবুড়ো ভাত খেলেন তাঁর রিল লাইফের স্ত্রী’র কাছ থেকে।

এবার নিশ্চয় বুঝতে পারলেন কার কথা বলা হচ্ছে। অভিনেতা তথা উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ধুমধাম করে বিয়ে না করলেও সামাজিক নিয়ম নীতি এবং রেজিস্ট্রি ম্যারেজ দুই করবেন। পাত্রী দেবলীনা কুমারও, সর্বগুণে সম্পন্না। একজন বিখ্যাত ডান্সার, শিক্ষিকা এবং অভিনেত্রী। আড়াই বছরের সম্পর্ক পরিণতি পাবে আগামী ৯ ডিসেম্বর। ১৫ ই ডিসেম্বর আইনি বিয়ে।

আরও পড়ুন : অভিনব থিমে অনির্বাণ-মধুরিমার রিসেপশন পার্টি, অভিনবত্ব ছিল বর-কনের পোশাকেও

প্রসঙ্গত, গৌরবের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। তিন বছর পর সেই সম্পর্কে ভাঙন ধরে। এরপর বোন মৌ-এর বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে গৌরবের আলাপ হয় দেবলীনার সাথে। দেবলীনার ডান্স পার্টনার ছিলেন তিনি। সেই শুরু। প্রথম থেকেই কোনো রাখ ঢাক না করে নিজেদের ভালবাসার কথা খোলাখুলিই স্বীকার করেছেন এই সেলেব জুটি।

এইবছর ২৫শে ডিসেম্বরই নাকি ধুমধাম করে বিয়ের কথা হয়েছিল। কিন্তু করোনা সব আনন্দ মাটি করে দিয়েছে। তবে সেই আক্ষেপ আগামী বছর মার্চে দূর করে দেবেন গৌরব-দেবলীনা। মার্চে ধুমধাম করে বসবে বিয়ের গ্র্যান্ড রিসেপশন। সেই দিন বিদেশে থাকা সমস্ত আত্মীয়রাও এই অনুষ্ঠানে হাজির হবেন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version