Tuesday, November 4, 2025

কোভিড-ভ্যাকসিন নিয়ে তৎপর কেন্দ্র, টিকার বিষয়ে চালু হচ্ছে মোবাইল অ্যাপ

Date:

একাধিক করোনা-রোধী ভ্যাকসিনের ট্রায়াল চলছে ভারতে। তার মধ্যে বেশিরভাগ রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে। কোভিড-ভ্যাকসিন নিয়ে তৎপর কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আজ দেশের তিন শহরে ঘুরে ভ্যাকসিন তৈরির কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ নিচ্ছেন। আজ সকালে প্রথমে আমদেবাদে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’-র অগ্রগতি খতিয়ে দেখেন। এরপর তিনি হায়দরাবাদে গিয়ে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর অগ্রগতি খতিয়ে দেখবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন পুণের সেরাম ইনস্টিটিউটে।

এরই মধ্যে মোদি সরকার ভ্যাকসিনের বিষয়ে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। এই অ্যাপের মাধ্যমেই ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় খবর পাওয়া যাবে বলে জানা গিয়েছে। কতদিনের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে, কোন শহরে কীভাবে বণ্টন হবে, সেসব জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই অ্যাপটি আরোগ্য সেতুর মতোই কাজ করবে। প্রথমে নাম, অবস্থান জানাতে হবে। তারপর ভ্যাকসিন বণ্টনের বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

কতজন করোনা ভ্যাকসিন নিয়েছেন, সে বিষয়ে নাগরিকদের মতোই সরকারের কাছেও তথ্য থাকবে এই অ্যাপের মাধ্যমেই। যদি কোনও ব্যক্তির নির্দিষ্ট দিনে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে অ্যাপের মাধ্যমে দিন বদল করা যাবে। ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে যদি নেতিবাচক প্রভাব পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার। এরই মধ্যে ভারতে নতুন করে সংক্রমিত হলেন ৪১,৩২২ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৩,৫১,১১০। দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৩৬,২০০। এখন চিকিৎসা চলছে ৪,৫৪,৯৪০ জনের। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৭,৫৯,৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৪১,৪৫২ জনকে।

গত কয়েকদিন ধরে দেশের বেশ কয়েকটি শহরে ফের নতুন করে করোনা প্রকোপ বাড়ছে৷ বেশ কয়েকটি শহর এবং রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ এই পরিস্থিতিতে দ্রুত ভ্যাকসিন বাজারে আসার অপেক্ষায় কেন্দ্রীয় সরকারও৷

আরও পড়ুন-ইশারায় থামালো জলের ট্যাঙ্কার, গলা ভেজাল হাতি

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version