Monday, August 25, 2025

নাগাল্যান্ডে মাটির তলায় “হীরে” মেলার পর এবার গোদাবরীর তীরে মিলছে “সোনা”!

Date:

নাগাল্যান্ডে মাটির তলা থেকে “হীরে” উদ্ধার ঘিরে গতকাল, শনিবার হইচই পড়ে গিয়েছিল। সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার সমুদ্র থেকে মিলছে “সোনা’’। ঘটনা পূর্ব গোদাবরীর তীরের। সমুদ্র তীরে এমন ‘‘সোনা” মেলার খবরে উত্তাল অন্ধ্রপ্রদেশ।

জানা গিয়েছে, ”নিভার” ঘূর্ণীঝড়ের পর জলের স্তর নামতেই জলের মধ্যে ‘সোনা’র সন্ধান পান স্থানীয় বাসিন্দারা। চিকচিকে এই ধাতু চোখে পড়তেই, তা কুড়োতে মানুষজন ভিড় জমিয়েছেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে। তবে তা আদতে সোনা কিনা তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়দের দাবি, কোনও বড় ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে প্রত্যেকবারই পাওয়া যায় মূল্যবান ধাতু, রত্ন। আগেও এরকম ঘটনা ঘটেছে। আসলে প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে, এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর জলের সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্রতীরে।

জানা গিয়েছে, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব গোদাবরীর তীরে খোঁজ মিলেছে হলুদ রঙের এক ধাতুর। যদিও ওই ধাতু আদতে সোনা কিনা তা বোঝা যাচ্ছে না।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version