Sunday, August 24, 2025

মা অসুস্থ, এখনই শহরে আসছেন না শুভেন্দু, ফের বৈঠকের চেষ্টা চালাচ্ছেন সৌগত

Date:

দলের শীর্ষস্তর তাঁকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছে৷ সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখতে চাইছেন না তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এর আগে দু’বার বৈঠক হয়েছে৷ কিন্তু কোনও ইতিবাচক ফল মেলেনি। ইতিমধ্যেই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু৷ তারপরও শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসতে চান সৌগত রায়৷ কিন্তু মা অসুস্থ থাকায় এখনই কলকাতায় আসতে পারছেন না শুভেন্দু। আগামী কয়েকদিনের মধ্যেও সৌগতের সঙ্গে প্রাক্তন পরিবহনমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নেই। সূত্রের খবর এমনই।

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও শুভেন্দু ঠিক কী করতে চাইছেন, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের একাংশ বলছে, মন্ত্রিত্ব ছাড়ার পরও শুভেন্দুর তৃণমূলে থাকা কার্যত অসম্ভব৷ তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবুও আশাবাদী সৌগত৷ আলোচনা চালিয়ে যাওয়ার শেষ চেষ্টা করতে এই সাংসদ নেমে পড়েছেন। সৌগত রায়-সহ দলের একাধিক শীর্ষনেতার ধারণা, মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন না শুভেন্দু। সেকারনেই শুভেন্দুর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি৷
শনিবার সৌগত’র সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷ কলকাতায় আসেননি শুভেন্দু। তিনি না’কি জানিয়েছেন, মা অসুস্থ থাকায় কয়েকদিন কলকাতায় আসার সম্ভাবনা নেই। ফলে বৈঠক আদৌ হলেও, তা মঙ্গলবারের আগে সম্ভব হবে না বলেই সূত্রের খবর।

এদিকে আজ, রবিবার মহিষাদলে শুভেন্দুর ‘অরাজনৈতিক’ সভা হতে চলেছে। রাজনৈতিক মহলে চর্চা চলছে, এই সভায় শুভেন্দু কী বলতে পারেন, তা নিয়ে৷

জানা গিয়েছে, শুভেন্দুর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌগত রায়। কী আলোচনা হয়েছে, তা জানা না গেলেও ধরেই নেওয়া যায় শুভেন্দুকে নিয়েই কথা হয়েছে৷ তবে ‘শুভেন্দুর সঙ্গে কথা হবে’ বলেই আশাবাদী সৌগত।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version