উৎসবের মরশুম শেষ হতেই ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের

দীর্ঘ ৫৮ দিন অপরিবর্তিত থাকার পরে গত ২০ নভেম্বর থেকে পেট্রোলের মূল্য সংশোধিত হয়। অন্যদিকে ৪৮ দিন অপরিবর্তিত থাকার পর ডিজেলের মূল্য সংশোধন শুরু হয়। শেষ ১০ দিনে রাজধানীতে পেট্রোলের দাম ধাপে ধাপে বেড়েছে ১.২৮ এবং ডিজেলের দাম বেড়েছে ১.৯৬ পয়সা। গত ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পেট্রোপণ্যের দাম এক জায়গায় দাঁড়িয়ে ছিল।

টানা দেড় মাসের বেশি সময় ধরে স্থির ছিল জ্বালানির দাম। রবিবারের দাম অনুসারে, দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম ৮২.৩৪ এবং ডিজেল ৭২.৪২ পয়সা। চেন্নাইতে পেট্রোল ৮৫.৩১ এবং ডিজেল ৭৭.৮৪ পয়সা। কলকাতায় পেট্রোল ৮৩.৮৭ এবং ডিজেল ৭৫.৯৯ পয়সা। বেঙ্গালুরুতে পেট্রোল ৮৫.০৯ এবং ডিজেল ৭৬.৭৭ পয়সা। অন্যদিকে মুম্বাইতে পেট্রোল পৌঁছে গেছে ৮৯.০২ এবং ডিজেল ৭৮.৯৭ পয়সা।

আরও পড়ুন : অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান, আলোচনার স্থান পরিবর্তন করছেন না কৃষকরা

প্রসঙ্গত, শেষ ১০ দিনে রাজধানীতে পেট্রোলের দাম ধাপে ধাপে বেড়েছে ১ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ১ টাকা ৯৬ পয়সা।

Previous articleশুভেন্দু অধিকারীর সরকারি নিরাপত্তা প্রত্যাহার করছে না রাজ্য
Next article৪৩৪ দিন পর বল হাতে হার্দিক, নিলেন একটি উইকেটও