Thursday, August 21, 2025

বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন দম্পতি

Date:

নিজের বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর নিবাসী কৃষ্ণগোপাল চক্রবর্তী ও তার স্ত্রী তিথি চক্রবর্তী। নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে এগরা ব্লাড ব্যাঙ্ক এবং মেদিনীপুর জেলা ভোলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেন তিনি। শুধু তাই নয় মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল বাবুর তরফে বৃক্ষরোপন কর্মসূচি ও রক্তদাতাদের স্মারক হিসেবে মৌসম্বি ফল ও রক্তচন্দনের চারাগাছ প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

জানা গিয়েছে এই কর্মসূচিতে প্রায় ৫০ জন মানুষ রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে মহিলারাও সংখ্যাগরিষ্ঠভাবে এগিয়ে আসেন। এই অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় নির্মলচন্দ্র মাইতি মহাশয়ের প্রতি পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ। গত বছরেও কৃষ্ণগোপাল ও তিথির বিবাহ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিলো রক্তদান শিবির, থ্যালেসিমিয়া সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। দেশজুড়ে মারণ করোনাভাইরাস ভয়াবহ পরিস্থিতির মাঝেই এদিন গোপাল কৃষ্ণ বাবুর চতুর্থ বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে মেদিনীপুর ছাত্র সমাজ।

আরও পড়ুন:গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে কল্যাণ? লকেটের মন্তব্যের পাল্টা ‘ভাল অভিনেত্রী’ কটাক্ষ

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য্য, নারায়ণগড় ব্লাড ডোনার্স ফোরামের জগদীশ মাইতি, শিক্ষক শান্তনু অধিকারী, ভাস্করব্রত পতি, অসীম প্রধান, বিষ্ণুপদ দাস, মেদিনীপুর ছাত্রসমাজের সম্পাদক রাজকুমার বেরা, সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সহ সম্পাদক অনিমেশ প্রামানিক প্রমুখেরা। কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, “প্রতিটি পারিবারিক অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার উপর দৃষ্টি আকর্ষণ করে রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে থাকবে মেদিনীপুর ছাত্রসমাজ।”

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version