Tuesday, August 26, 2025

কৃষক নাকি মোদির পুঁজিপতি বন্ধু, আপনি কার পাশে? প্রশ্ন ছুঁড়লেন রাহুল

Date:

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে দেশের কৃষক সম্প্রদায়। নয়া এই আইন প্রত্যাহারের দাবিতে চলছে ধর্না প্রদর্শন। প্রচন্ড শীতকে উপেক্ষা করে দিল্লি হরিয়ানা বর্ডারের কাছে জড়ো হয়েছেন হাজার হাজার কৃষক। যা ঘুম ছুটিয়ে দিয়েছে মোদি সরকারের। অমিত শাহের সমস্ত শর্তকে ছুড়ে ফেলে দিয়ে কৃষকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ছ’মাসের রসদ সঙ্গে রয়েছে তাদের। সুতরাং আন্দোলন থেকে পিছু হটার প্রশ্নই ওঠে না। পাশাপাশি এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে দেশের সমস্ত বিরোধী দল। এরই মাঝে সোমবার দেশবাসীর উদ্দেশ্যে এক প্রশ্ন ছুড়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বললেন ‘সত্য অসত্য লড়াইয়ে আপনি কার পাশে?’

সোমবার এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, কৃষকরাই হলেন দেশের শক্তি। প্রশ্ন ওঠে, আজ তাঁরা রাস্তায় নেমেছেন কেন?‌ হাজার কিলোমিটার পথ পেরিয়ে তাঁরা কেন দিল্লিতে আসছেন?‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, নয়া কৃষি আইন কৃষকদের ভালোর জন্যেই। যদি তাই হয়, তাহলে কৃষকরা ক্ষোভে ফুঁসছেন কেন?‌ চাষীরা খুশি নন কেন?‌ আসলে এই আইন নরেন্দ্র মোদির পুঁজিপতি বন্ধুদের জন্য। এখন ঠিক করতে হবে, আমাদের কাদের পাশে দাঁড়াতে হবে!‌ অন্নদাতা কৃষক নাকি প্রধানমন্ত্রীর পুঁজিপতি বন্ধু।

আরও পড়ুন:মহিলা-ভোটারদের কাছে টানতে ১২ ডিসেম্বর থেকে পথে তৃণমূলের বঙ্গজননী বাহিনী

পাশাপাশি তিনি আরও বলেন, নয়া এই আইন নরেন্দ্র মোদির তিন বন্ধুর জন্য। এই আইন কৃষকদের থেকে চুরি করবার আইন। আর সেই কারণেই আমাদের সকলে মিলে একজোট হতে হবে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে। সাধারণ মানুষ কংগ্রেস নেতৃত্ব সকলকে এগিয়ে এসে ওনাদের পাশে দাঁড়াতে হবে।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি আরো বলেন, দেশের কৃষকরা এই কালো আইনের বিরুদ্ধে প্রচণ্ড ঠান্ডায় নিজের ঘর ক্ষেত ছেড়ে দিল্লি পর্যন্ত এসে পৌঁছেছে। সত্য ও অসত্যের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনি কার পাশে? অন্নদাতা কৃষক নাকি প্রধানমন্ত্রীর পুঁজিপতি বন্ধু?

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version