ফের ফুটবল বিশ্বে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি ফুটবলার পাপা দিউপ

ফের ফুটবলে শোকের ছায়া। প্রয়াত হলেন সেনেগালের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার পাপা দিউপ। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারনে মাত্র ৪২ বছর বয়সে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন তিনি। মারাদোনার মৃত্যুর শোকের ছায়া কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দুঃসংবাদ ফুটবল বিশ্বে।

ফুটবল কেরায়ারে ১৯৯৮ সালে দেশের হয়ে প্রথম ম‍্যাচে ফ্রান্সের বিরুদ্ধে গোল করে চমকে দিয়েছিলেন পাপা দিউপ। এরপর ২০০২ বিশ্বকাপে একার কাঁধে সেনেগালকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান দিউপ। সেই বিশ্বকাপে সেনেগাল নাস্তানাবুদ করেছিল বড় বড় টিমকে। স্কিল এবং গতির অসামান্য ঝলকানি দেখেছিল গোটা বিশ্ব। সেই বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছিল সেনেগাল। সেই ম‍্যাচে জোড়া গোল করেন দিউপ।

আরও পড়ুন:ফিরিয়েছে চার বেসরকারি হাসপাতাল, শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

দেশের পাশাপাশি ক্লাবস্তরেও নিজের প‍্যারফমেন্স অব‍্যাহত রেখেছিলেন দিউপ। ফুটবল কেরিয়ারে ফুলহ‍্যাম, ওয়েস্টহ‍্যাম, বার্মিংহামের মতন ক্লাবে খেলেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১২৯ ম‍্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন দিউপ।

Previous articleফিরিয়েছে চার বেসরকারি হাসপাতাল, শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Next articleমারাদোনার ৭০০ কোটির সম্পত্তির নেই কোন উইল, বিবাদ তুঙ্গে