রাষ্ট্রপতির দেওয়া পুরস্কার চুরি গেল অঙ্কের শিক্ষকের বাড়ি থেকে

হাইস্কুলের অঙ্কের শিক্ষকের বাড়ি থেকে চুরি রাষ্ট্রপতি পুরস্কার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলার সিমলাগড়ে।

পান্ডুয়ার বৈঁচী বাটিকা হাইস্কুলের শিক্ষক রজতরঞ্জন ঘোষাল। তাঁর বাড়ি সিমলাগড়ের শিরিষতলায়। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অঙ্কে ফাস্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন রজতরঞ্জন। তাঁকে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম পুরষ্কৃত করেন ২০০৫ সালে। ২০১০ সালে এনএসওইউ-এর ভাইস চ্যান্সেলর নমিতা দাস তাঁকে মেডেল দিয়ে সম্মানিত করেছিলেন। সেই দু’টি সোনার মেডেলই চুরি গিয়েছে তাঁর।

কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সকলকে নিয়ে দুর্গাপুরে গিয়েছিলেন রজতরঞ্জন ঘোষাল। বাড়ির সব গেটেই দেওয়া ছিল তালা। রবিবার রাতে বাড়ি ফিরে দেখেন, আলামারির তালা ভাঙা। সেখান থেকে উধাও নগদ প্রায় চল্লিশ হাজার টাকা সহ সোনার দু’টি মেডেল। রজতের বাবা দেবায়ন ঘোষাল বলেছেন, “সকাল ১০টায় আমরা দুর্গাপুরের জন্য বেরিয়েছিলাম। রাত এগারোটায় ফিরে দেখি, ঘরের তালা ভাঙা। দোতলায় উঠে যখন আলমারি ভাঙে তখন প্রতিবেশিদের আওয়াজ পাওয়ায় চোর পালিয়ে যায়।”পান্ডুয়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-ফিরিয়েছে চার বেসরকারি হাসপাতাল, শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ