“বিষ খেয়ে মরব কিন্তু বিজেপিতে যাবো না”! কেন এমন বললেন রাজ্যের মন্ত্রী?

দলের সঙ্গে দূরত্ব ও বেশ কিছুদিন টানাপোড়েনের পর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কোচবিহার দক্ষিণের বর্ষীয়ান বিধায়ক মিহির গোস্বামী। এই যোগদানের পিছনে বড় ভূমিকা ছিল বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। এরপরই নিশীথ হুঙ্কার ছেড়ে বলেন, “সবে তো শুরু। বড়সড় ভাঙনের পথে তৃণমূল কংগ্রেস। সোমবার থেকেই বিজেপিতে সেই যোগদান প্রক্রিয়া শুরু হবে। খুব শিগগিরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল।”

 

অন্যদিকে, নিশীথ প্রামাণিকের এমন দাবি উড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর স্পষ্ট কথা, “এমন কোনও চান্স-ই নেই। দিবা স্বপ্ন। বিষ খেয়ে মরব তবু ভালো, কিন্তু বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্ন-ই ওঠে না। বিজেপি একটা সাম্প্রদায়িক দল। যতদিন বাঁচব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকেই তৃণমূল কংগ্রেস করব। লড়াই, আন্দোলন করব। মানুষের জন্য কাজ করব।”

আরও পড়ুন-শিবসেনার হাত ধরে রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন ঊর্মিলা

Previous articleশিবসেনার হাত ধরে রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন ঊর্মিলা
Next articleবিজেপি শাসিত রাজ্যের “গণতন্ত্র”, মন্ত্রীর ডিনারের আমন্ত্রণ ফেরাতেই বিদ্যার শ্যুটিংয়ে বাধা!