Monday, August 25, 2025

দেশে কোভিড সংক্রমণে বেশ কিছুটা রাশ টানা গেলেও এখনও নির্মূল করা যায়নি। এই প্রেক্ষাপটে দেশের বাজার, শপিং মল, সুপার মার্কেটগুলির জন্য ফের নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার৷ ডিসেম্বরের প্রথম দিন থেকেই জারি হয়েছে এই নতুন বিধি।
মাস্ক এবং সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক সব জায়গায়।এ রাজ্য কোভিড বিধি মেনে খুলেছে সিনেমাহল, শপিং মলগুলিও। তবে সোমবার স্বাস্থ্যমন্ত্রকের জারি করা নির্দেশিকায় কনটেইন্টমেন্ট জোনে বাজার পুরো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই জোনের বাইরে শপিং মল, সিনেমা হল, সুপার মার্কেট খোলা রাখা যাবে। যদিও কোভিডের কড়া বিধি সেখানে মানতে হবে।
বয়স্ক কর্মী, অন্তঃসত্ত্বা কর্মী বা যে কর্মীদের শারীরিক অসুস্থতার চিকিত্‍‌সা চলছে, তাঁদের ক্ষেত্রে বাড়তি সুরক্ষামূলক পদক্ষেপ নিতে হবে দোকান মালিকদের। সামনের সারিতে অর্থাত্‍‌ ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ হয়, এমন কোনও জায়গায় ওই কর্মীদের রাখা যাবে না।
এরই পাশাপাশি, স্থানীয়ভাবে নাইট কার্ফু জারি করতে পারবে রাজ্যগুলি। কিন্তু কনটেইনমেন্ট জোন এর বাইরে যদি কোথাও লকডাউন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কেন্দ্রের আগাম অনুমতি নিতে হবে।
যে সব রাজ্যে সাপ্তাহিক কোভিড পজিটিভিটি দশ শতাংশের বেশি সেখানে শিফটিং এর মাধ্যমে অফিস চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা কোভিড নিয়ম মানবেন না, তাদের জন্য কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এমনকি কেউ মাস্ক পড়ছেন কিনা, স্যানিটাইজার ব্যবহার করছেন কিনা, সেদিকে নজর রাখবে স্থানীয় পুলিশ প্রশাসন। প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
যে কোনও রাজ্যের ভিতরে বা বিভিন্ন রাজ্যের মধ্যে মানুষ ও পণ্য চলাচলে কোনও বাধা থাকছে না। এর জন্য কোনও আলাদা অনুমতিপত্রও লাগবে না।
স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কনটেইনমেন্ট জোনে গিয়ে বাড়িতে বাড়িতে কোভিড রোগীদের চিহ্নিত করতে হবে।
এমনকি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোনও কারণে যাতে কেউ বাড়ির বাইরে, কনটেইনমেন্ট জোনের বাইরে না বেরোয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে । এই কোভিড নিয়মবিধি লাগু থাকবে আপাতত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version