Monday, August 25, 2025

টাঙ্গা চালক থেকে ‘মশলা কিং’, ৯৮ বছর বয়সে প্রয়াত MDH কর্ণধার ধর্মপাল গুলাটি

Date:

করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন সম্প্রতি। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এমডিএইচ মসলার কর্ণধার পদ্মশ্রী ধর্মপাল গুলাটি। বৃহস্পতিবার সকাল ৫:৩৮ মিনিটে প্রয়াত হন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ধর্মপাল। সেখানেই আজ মৃত্যু হয় তাঁর।

অবিভক্ত পাকিস্তানের শিয়ালকোটে ১৯২৩ সালের ২৭ মার্চ জন্ম ধর্মপালের। ১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারসহ অমৃতসরে চলে আসেন তিনি। এরপর পাকাপাকিভাবে দিল্লির করোল বাগে বসবাস শুরু করেন তারা। পাকিস্তান ছেড়ে ভারতে আসার সময় গুলাটির সঙ্গে ছিল ১৫০০ টাকা। পরিবারের ভরণ পোষণের জন্য পাকিস্তান থেকে ভারতে আসার পর টাঙ্গা চালানোর কাজও করেছেন এই ‘মশলা কিং’। ধর্মপালের পিতা চুনিলাল গুলাটি সংসার চালাতে শুরু করেন মশলার ব্যবসা। বাবার মৃত্যুর পর সেই ব্যবসার ভার ওঠে ধর্মপালের কাঁধে। তাঁর অসামান্য দক্ষতায় এরপর পরিচিতি পায় এমডিএইচ সংস্থা। শুধু ভারত নয় ইউরোপ, আমেরিকা, পশ্চিম এশিয়ার বহু দেশে মশলা রপ্তানি করতে থাকেন ধর্মপাল। ফুলে-ফেঁপে ওঠে এমডিএইচ-এর মশলার কারবার। তবে ব্যবসা বৃদ্ধি হলেও তাঁর স্বকীয়তা ছিল অসামান্য। ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থা যেখানে পেশাদার অভিনেতাদের দিয়ে বিজ্ঞাপন করাতেন সেখানে নিজেই নিজের বিজ্ঞাপণ করতেন ধর্মপাল।

আরও পড়ুন:আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে মধ্যরাতে ধুন্ধুমার সল্টলেক- শিয়ালদহে

এমডিএইচ সংস্থার সিইও হিসেবে তাঁর বেতন ছিল ২৫ কোটি টাকা। ২০১৯ সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। ৯৮ বছর বয়সেও নিজের পণ্যের বিজ্ঞাপন দক্ষতার সঙ্গে করে গিয়েছেন ধর্মপাল গুলাটি। বৃহস্পতিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ বহু মানুষ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version