Thursday, August 28, 2025

‘পথে নেমেছি বলে ফ্ল্যাটে থাকা অনেকের অসুবিধা হচ্ছে’, গড়বেতায় শুভেন্দু

Date:

সেভাবে মুখ খুললেন না গড়বেতাতেও৷ শুধু একবার বললেন ইঙ্গিতপূর্ণ একটি বাক্য৷

বৃহস্পতিবার সকালের দিকে তমলুকের ‘অরাজনৈতিক’ মঞ্চে যেমন তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে চুপ ছিলেন, ঠিক সেভাবেই বেলার দিকে গড়বেতার ‘অরাজনৈতিক’ মঞ্চেও নীরব থাকলেন শুভেন্দু অধিকারী ৷

শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবসে এদিন গড়বেতায় ক্ষুদিরামের একটি পূর্ণবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন শুভেন্দু। সঙ্গে রুটিনমাফিক সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

আর তখনই ইঙ্গিতপূর্ণভাবে কোনও নাম না করে শুভেন্দু
মন্তব্য করেন, “এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে, এই গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়ে পড়েছে।” একইসঙ্গে সচেতনভাবে নিজের ভূমিপুত্র পরিচয়ও মনে করিয়ে দেন তিনি।  শুভেন্দু বলেন, “আজ একটা খবরের কাগজে লিখেছে, আমি নাকি কমফর্ট জোনে রাজনীতি করি। দশকের পর দশক ধরে গড়বেতায় আসছি। ২০১১ সালের আগে আমিই সব থেকে বেশি গড়বেতায় আসতাম। এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে। এই গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়ে পড়েছে।”

একেবারে শেষে শুভেন্দু বলেন, “এই পান্তাভাত খাওয়া, মুড়ি খাওয়া ছেলেটা আপনাদের জন্য লড়বে।” এদিন গড়বেতায় শুভেন্দুর অরাজনৈতিক সভাতেও ছিল উপচে পড়া ভিড়।

বৃহস্পতিবার দুপুরে তমলুকে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু। শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে পদযাত্রা করেন তাঁর অনুগামীরা। অরাজনৈতিক সেই মিছিলে শুভেন্দুর হাতে ছিল জাতীয় পতাকা। তমলুকে শুভেন্দু বলেন, “আমি ভারতের ছেলে, আমি বাংলার ছেলে। আমি বাংলার মানুষের জন্য লড়বো।’

আরও পড়ুন- তৃণমূল কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরানো হলো শুভেন্দু, ফের দায়িত্বে পার্থ

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version