এই মুহুর্তে রাজ্য রাজনীতির শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলা৷ এই জেলার বিধায়ক শুভেন্দু অধিকারী এখন চর্চার কেন্দ্রে৷ জল্পনা, তিনি শাসক দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষনা করতে পারেন আগামী রবিবার, ৬ ডিসেম্বর৷ এই জল্পনা কতদূর সত্যি, তা সময়ই বলবে৷

আরও পড়ুন : রাজ্যে একাধিক পুলিশ কর্তার দায়িত্বে রদবদল
আরও পড়ুন : কলকাতা পুলিশে রদবদল, কোন্ থানায় কে দেখে নিন

তবে তার আগেই রাজ্য প্রশাসন বদলি করেছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে৷ মাত্র পাঁচ মাসের ব্যবধানে বদলি হলেন পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার সুনীলকুমার যাদব। তাঁর জায়গায় ওই জেলার নতুন পুলিস সুপার হলেন প্রবীণ প্রকাশ। তিনি হাওড়া পুলিস কমিশনারেটের ডিসি ছিলেন। সুনীল কুমার যাদব বদলি হলেন ডাবগ্রাম-শিলিগুড়ি ব্যাটালিয়নের কমান্ডান্ট পদে।
