কৃষকদের সমর্থনে এবার অবস্থান-বিক্ষোভে তৃণমূল, সূচি ঘোষণা মমতার

ফাইল ছবি

কৃষকদের পাশে থাকার বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার জনবিরোধী বিল প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছিলেন তিনি। এবার সেই আন্দোলনের রূপরেখা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। কৃষিবিল প্রত্যাহারের দাবিতে ৮, ৯, ১০ ডিসেম্বর গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসবে তৃণমূল। নেতৃত্ব দেবেন পূর্ণেন্দু বসু, বেচারাম মান্নারা। তাদের সঙ্গে থাকবে তৃণমূলে ক্ষেতমজুর, কৃষকদের সংগঠন।

আরও পড়ুন : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক কৃষকদের

কৃষকদের পাশে থাকায় বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর সহমর্মিতার কথা জানাতে দিল্লি-হরিয়ানা সীমানায় উপস্থিত হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখানে ফোন করে আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে সিঙ্গুর আন্দোলনের কথা স্মরণ করে এদিন টুইট করেন মমতা। এরপর দলীয় বৈঠক কৃষি বিলের বিরোধিতা আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন তিনি।

Previous articleহঠাৎ বদলি পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার, এলেন প্রবীণ প্রকাশ
Next articleআরএসএসের সদর নাগপুরেও গোহারা হারল বিজেপি!