Thursday, December 4, 2025

দেশের বৃহত্তম ফিল্ম সিটি নিয়ে যোগীর সঙ্গে বৈঠক অক্ষয়ের, কটাক্ষ সঞ্জয় রাউতের

Date:

Share post:

এইবছরের সেপ্টেম্বর মাসেই নয়ডার আরও একটি ফিল্মসিটি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। যার আয়তন দেশের সমস্ত ফিল্ম সিটির থেকে বড় হতে চলেছে বলে জানিয়েছিলেন তিনি। আর এই ঘোষণার পর মঙ্গলবার রাতে মুম্বইয়ের ট্রিডেন্ট হোটেলে অক্ষয় কুমারের সঙ্গে যোগী আদিত্যনাথের নৈশভোজের আড্ডা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে মহারাষ্ট্রে।

ইতিমধ্যেই নয়ডার কাছে প্রায় হাজার একর জায়গা নির্দিষ্ট করা হয়েছে এই ফিল্মসিটির জন্য। উত্তরপ্রদেশের সেক্টর ২১-এ যমুনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন গৌতম বুদ্ধ নগরে তৈরি হচ্ছে প্রস্তাবিত ফিল্মসিটি। আগামী বছরের মার্চের ভেতর সব কাজ সম্পন্ন হয়ে যাবে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু অক্ষয় কুমারের সঙ্গে তাঁর বৈঠকের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় তুমুল হট্টগোল।

বিষয়টি নিয়ে মুখ খোলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, মুম্বই ফিল্মসিটিকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া এত সহজ কাজ নয়। দক্ষিণে যেমন একটি বড় ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, তেমনি পঞ্জাব এবং পশ্চিমবঙ্গেও রয়েছে। তাহলে যোগীজি কেন শুধু মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা পরিবর্তন নিয়েই ভাবছেন? যোগীজি কি ওইসব রাজ্যের পরিচালক, প্রযোজক, অভিনেতাদের সঙ্গে বৈঠক করেছেন নাকি মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা পরিবর্তন নিয়েই তাঁদের মধ্যে শুধু কথা হয়েছে? প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত।

প্রসঙ্গত, মোদির সাক্ষাৎকার নেওয়ার পর থেকেই খিলাড়ি কুমারকে বিজেপির “পোস্টার বয়” বলে কটাক্ষ করা হয়। ২০১৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘প্যাডম্যান’ ছবির প্রচারে গিয়ে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির পতাকা হাতে তুলেছিলেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে সমালোচিতও হয়েছিলেন। শোনা গিয়েছে, এদিন ফিল্ম সিটির পাশাপাশি নিজের আসন্ন ছবি ‘রাম সেতু’ নিয়েও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরেছেন বলিউডের খিলাড়ি।

আরও পড়ুন : হায়দরাবাদ পুরভোটের ট্রেন্ডে এগিয়ে বিজেপি, অনেক পিছিয়ে AIMIM

spot_img

Related articles

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা...

বাংলাদেশে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.১

বৃহস্পতিবার সকালে কেঁপে উঠলো বাংলাদেশে (Bangladesh earthquake)। উৎপত্তিস্থল ঢাকার অদূরে অবস্থিত নরসিংদী জেলা (Narsinghdi district) । রিখটার স্কেলে...

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...