Tuesday, January 13, 2026

বেলা গড়াতেই হায়দরাবাদ পুরভোটে তিন নম্বরে নেমে গিয়েছে বিজেপি

Date:

Share post:

বেলা যত গড়াচ্ছে, ততই পিছিয়ে পড়ছে বিজেপি।

প্রাথমিক ট্রেন্ড পুরোটাই বদলে গিয়েছে৷ হায়দরাবাদ পুরসভা নির্বাচনে অনেকটাই এগিয়ে থাকা বিজেপি আপাতত তৃতীয় স্থানে নেমে গেল৷

শুক্রবার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ভোটগণনার প্রথমপর্বে বিরোধীদের দুরমুশ করে দুর্বার গতিতে এগিয়ে চলছিলো বিজেপি৷ গণনার মধ্যভাগে এসে ছবি বদলে গেলো৷ এগিয়ে থাকার ট্রেণ্ডে এক নম্বর থেকে নেমে বিজেপি এখন তিন নম্বরে৷ বেলা ২টো পর্যন্ত গণনা অনুযায়ী ৩০টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। তাদের টপকে প্রথম স্থানে উঠে এসেছে কে চন্দ্রশেখর রাওয়ের TRS বা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। তারা ৬২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে টিআরএস। আসাদউদ্দিন ওয়াইসির AIMIM বা অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলিমিন এখন রয়েছে দ্বিতীয় স্থানে।

দেশের অন্যতম বৃহৎ হায়দরাবাদ পুরসভা দখল করতে বিজেপি এবার মরিয়া হয়ে নেমেছে৷ মুসলিমরা বিজেপিকে পছন্দ করেনা, ভোটও দেয়না, এই ধারনা বদলে দিতেই চেয়েছে বিজেপির শীর্ষস্তর৷ গণনার শুরুতে মুসলিম অধ্যুষিত নিজামের শহর হায়দরাবাদে চমকও দেখায় বিজেপি৷ শুক্রবার হায়দরবাদ শহরের ১৫০টি পুরসভা আসনে ভোটগণনা শুরুর পর কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন TRS বা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং AIMIM বা আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর কপালে নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ দেখা দেয়৷ একসময় তো ‘ম্যাজিক সংখ্যা’ ৭৬ আসনও পেরিয়ে গিয়েছিলো এগিয়ে থাকা আসনের সংখ্যায়৷

অনেক কিছু প্রমান করতে হবে, মূলত এই তাগিদেই এই হায়দরাবাদ পুরসভা দখল করতে মরিয়া হয়ে নেমেছিলো বিজেপি। সামান্য পুরসভার ভোট হওয়া সত্ত্বেও, রাজ্য নেতাদের উপর আদৌ ভরসা করেনি দিল্লির বিজেপি৷ ঠিক যেমন বঙ্গ-বিজেপির নেতাদের উপর এখন পর্যন্ত ন্যূনতম ভরসাও করছেন না শাহ- নাড্ডা৷ উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ- সহ একাধিক ভিন রাজ্যের দক্ষ নেতাকে হায়দরাবাদের ভোট করতে, প্রচার করতে পাঠানো হয়েছিলো৷
প্রচারে নিজস্ব স্টাইলেই হিন্দুত্বের ধ্বজা তুলেছিলেন যোগী৷ দাপটের সঙ্গে তিনি বলেছিলেন, এবার নিজামের শহর হায়দরাবাদের নাম বদল করে ‘ভাগ্যনগর’ করা হবে৷ প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হিন্দুত্বের বার্তা দিয়েছেন৷ দক্ষিণ বেঙ্গালুরুর বিজেপি সাংসদ তেজস্বী সূর্য প্রচারে গিয়ে বলেছিলেন, ‘‘ওয়াইসি মহম্মদ আলি জিন্নার নতুন অবতার। TRS এবং AIMIM একই মুদ্রার দু’পিঠ। KCR হায়দরাবাদকে ইস্তানবুল করতে চাইছেন। AIMIM ভারতের হায়দরাবাদকে পাকিস্তানের হায়দরাবাদ করতে চায়। আমরা হায়দরাবাদকে ভাগ্যনগর বানাব। ইস্তানবুল নয়।’’

প্রথমদিকের গণনায় বিজেপির এসব প্রচার কাজে এসেছে মনে হলেও পরের ট্রেণ্ড দেখে ধারনা হচ্ছে, ওই প্রচারই ব্যুমেরাং হয়ে বিজেপির দিকেই ফিরছে৷

প্রসঙ্গত, ২০১৬ সালে হায়দরাবাদ পুরসভা নির্বাচনে ৯৯ আসনে TRS জয়ী হয়েছিল। ওয়াইসির AIMIM পেয়েছিল ৪৪ আসন। আর বিজেপি কোনওক্রমে জিততে পারে মাত্র ৪টি আসনে৷ কংগ্রেস এবং তেলুগু দেশম পার্টি যথাক্রমে ২টি ও ১টি আসন পেয়েছিল।
প্রাথমিক গণনায় বিজেপি যখন প্রথমস্থানে ছিলো, তখনই ‘গরম গরম’ বার্তা দেওয়া শুরু করেছিলো গেরুয়া শিবির। এই মুহূর্তে তিন নম্বরে নেমে যাওয়ার পর এখন বিজেপি মুখ বন্ধ করেছে৷

spot_img

Related articles

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...