Saturday, January 31, 2026

ভারতের প্রতিবাদের পরেও ‘মন্তব্য’ থেকে সরতে নারাজ কানাডার প্রধানমন্ত্রী!

Date:

Share post:

কৃষি আইনের বিরোধিতায় দিল্লির কৃষক বিক্ষোভের সমর্থনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার এবিষয়ে ভারতের উষ্মার কথা কানাডার রাষ্ট্রদূতকে ডেকে জানায় বিদেশ মন্ত্রক। অথচ তারপরেও নিজের অবস্থানে অনড় ট্রুডো। তিনি ফের বললেন, বিশ্বের যে কোনও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকবে কানাডা। ট্রুডোর এই একবগ্গা আচরণ দুদেশের কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলে তাই দেখার।

প্রসঙ্গত, কৃষি আইন ও কৃষক বিক্ষোভের মত ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে ট্রুডোই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি আগ বাড়িয়ে মন্তব্য করেছেন। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, আন্দোলনরত কৃষকদের কথা ভেবে তিনি উদ্বিগ্ন। তাঁর এই মন্তব্যকে ‘অবাঞ্ছিত’ ও দুর্বল তথ্যপ্রসূত উল্লেখ করে ভারতের পক্ষ থেকে বলা হয়, এধরনের কাজ কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতির বিরোধী। কোনও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এভাবে কোনও রাষ্ট্রপ্রধান মন্তব্য করতে পারেন না। এর ফলে দুদেশের সম্পর্কে চিড় ধরতে পারে।

অথচ ভারতের আপত্তি সত্ত্বেও দেখা গেল নিজের মন্তব্য থেকে সরতে আগ্রহী নন ট্রুডো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একই কথার পুনরাবৃত্তি করে বলেন, পৃথিবীর যেখানে যত শান্তিপূর্ণ গণ আন্দোলন হবে, তার পাশে সবসময় থাকবে কানাডা। তিনি আরও বলেন, আমি আনন্দিত যে সমস্যার মীমাংসায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার।

আরও পড়ুন-কৃষি আইন সংশোধন করতে পারে সরকার, পঞ্চম দফা বৈঠকে সমঝোতার ইঙ্গিত

spot_img

Related articles

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...