Wednesday, May 21, 2025

ভারতের প্রতিবাদের পরেও ‘মন্তব্য’ থেকে সরতে নারাজ কানাডার প্রধানমন্ত্রী!

Date:

Share post:

কৃষি আইনের বিরোধিতায় দিল্লির কৃষক বিক্ষোভের সমর্থনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার এবিষয়ে ভারতের উষ্মার কথা কানাডার রাষ্ট্রদূতকে ডেকে জানায় বিদেশ মন্ত্রক। অথচ তারপরেও নিজের অবস্থানে অনড় ট্রুডো। তিনি ফের বললেন, বিশ্বের যে কোনও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকবে কানাডা। ট্রুডোর এই একবগ্গা আচরণ দুদেশের কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলে তাই দেখার।

প্রসঙ্গত, কৃষি আইন ও কৃষক বিক্ষোভের মত ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে ট্রুডোই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি আগ বাড়িয়ে মন্তব্য করেছেন। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, আন্দোলনরত কৃষকদের কথা ভেবে তিনি উদ্বিগ্ন। তাঁর এই মন্তব্যকে ‘অবাঞ্ছিত’ ও দুর্বল তথ্যপ্রসূত উল্লেখ করে ভারতের পক্ষ থেকে বলা হয়, এধরনের কাজ কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতির বিরোধী। কোনও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এভাবে কোনও রাষ্ট্রপ্রধান মন্তব্য করতে পারেন না। এর ফলে দুদেশের সম্পর্কে চিড় ধরতে পারে।

অথচ ভারতের আপত্তি সত্ত্বেও দেখা গেল নিজের মন্তব্য থেকে সরতে আগ্রহী নন ট্রুডো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একই কথার পুনরাবৃত্তি করে বলেন, পৃথিবীর যেখানে যত শান্তিপূর্ণ গণ আন্দোলন হবে, তার পাশে সবসময় থাকবে কানাডা। তিনি আরও বলেন, আমি আনন্দিত যে সমস্যার মীমাংসায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার।

আরও পড়ুন-কৃষি আইন সংশোধন করতে পারে সরকার, পঞ্চম দফা বৈঠকে সমঝোতার ইঙ্গিত

spot_img

Related articles

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে বুধের শুরু, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে।...

একনাগাড়ে বৃষ্টি- ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! বিপাকে পর্যটকরা, উদ্ধার কাজে সেনা

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস সত্যি করে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত থেকে মুন্সিথাঙে একনাগাড়ে...

কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলতেই সতর্ক লালবাজার, রিপোর্ট চাইল কেন্দ্র

পহেলগাম হামলা এবং প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দেশজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি সতর্ক রয়েছে বাংলাও। এই...

উত্তরের জেলা নিয়ে আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রকল্প ঘোষণার পর আজ উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...