Saturday, August 23, 2025

ভারতের প্রতিবাদের পরেও ‘মন্তব্য’ থেকে সরতে নারাজ কানাডার প্রধানমন্ত্রী!

Date:

কৃষি আইনের বিরোধিতায় দিল্লির কৃষক বিক্ষোভের সমর্থনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার এবিষয়ে ভারতের উষ্মার কথা কানাডার রাষ্ট্রদূতকে ডেকে জানায় বিদেশ মন্ত্রক। অথচ তারপরেও নিজের অবস্থানে অনড় ট্রুডো। তিনি ফের বললেন, বিশ্বের যে কোনও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকবে কানাডা। ট্রুডোর এই একবগ্গা আচরণ দুদেশের কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলে তাই দেখার।

প্রসঙ্গত, কৃষি আইন ও কৃষক বিক্ষোভের মত ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে ট্রুডোই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি আগ বাড়িয়ে মন্তব্য করেছেন। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, আন্দোলনরত কৃষকদের কথা ভেবে তিনি উদ্বিগ্ন। তাঁর এই মন্তব্যকে ‘অবাঞ্ছিত’ ও দুর্বল তথ্যপ্রসূত উল্লেখ করে ভারতের পক্ষ থেকে বলা হয়, এধরনের কাজ কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতির বিরোধী। কোনও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এভাবে কোনও রাষ্ট্রপ্রধান মন্তব্য করতে পারেন না। এর ফলে দুদেশের সম্পর্কে চিড় ধরতে পারে।

অথচ ভারতের আপত্তি সত্ত্বেও দেখা গেল নিজের মন্তব্য থেকে সরতে আগ্রহী নন ট্রুডো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একই কথার পুনরাবৃত্তি করে বলেন, পৃথিবীর যেখানে যত শান্তিপূর্ণ গণ আন্দোলন হবে, তার পাশে সবসময় থাকবে কানাডা। তিনি আরও বলেন, আমি আনন্দিত যে সমস্যার মীমাংসায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার।

আরও পড়ুন-কৃষি আইন সংশোধন করতে পারে সরকার, পঞ্চম দফা বৈঠকে সমঝোতার ইঙ্গিত

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version