কৃষক আন্দোলন নিয়ে কলকাতায় তৃণমূল-আকালি দল বৈঠক, নজর রাজনৈতিক মহলের

কেন্দ্রের কৃষক স্বার্থ বিরোধী আইন ও তার বিরোধিতা নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করতে আজ, শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও আকালি দল। আজ দুপুর ১টা নাগাদ তৃণমূল ভবনে কৃষি আইন ও আন্দোলন নিয়ে এই বৈঠকে বসছে দুই দল। সেখানে আকালি দলের তিন সাংসদের উপস্থিত থাকার কথা আছে। তৃণমূলের তরফে হাজির থাকবেন দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : বঙ্গভোটের কৌশল চূড়ান্ত করতে হায়দরাবাদে বৈঠক AIMIM-এর, রাজ্যে আসছেন ওয়াইসি

কেন্দ্রের নয়া কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, আজ দশ দিনে পড়ল কৃষক আন্দোলন। বৃহস্পতিবার চতুর্থ দফায় কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠকও ভেস্তে গিয়েছে। দেশের সমস্ত রাজ্যের কৃষকদের দিল্লি চলো অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দিল্লি-হরিয়ানা সীমান্তে টিকরি অঞ্চলে এখনও অবস্থান করছেন কৃষকরা। একইসঙ্গে চিল্লা সীমান্তেও কৃষকদের অবস্থান বিক্ষোভ চলছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাকও দিয়েছেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা।

Previous articleবঙ্গভোটের কৌশল চূড়ান্ত করতে হায়দরাবাদে বৈঠক AIMIM-এর, রাজ্যে আসছেন ওয়াইসি
Next articleদাবি না মানলে এবার সংসদ ভবন ঘেরাও, বৈঠকের আগেই হুঁশিয়ারি কৃষকদের