অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। কনকাশন চোট গুরুতর হওয়ার জন্য বাকি দু-ম্যাচ থেকে ছিটকে যেতে হল জাদেজাকে। রবীন্দ্র জাদেজার বদলে দলে এলেন শার্দুল ঠাকুর।

আরও পড়ুন : হাড় হিম ঠাণ্ডায় লন্ডনের রাস্তায় সাইকেল চেপে নগ্ন তরুণী! কেন?

শুক্রবার ক্যানাবেরায় প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় দল। সেখানে মিচেল স্টার্কের বল হেলমেটে লাগে। তখনই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান জাদেজা। আর ফিল্ডিং করতে নামেননি তিনি। জাদেজার বদলে মাঠে নামেন যুজবেন্দ্র চ্যাহেল।

বিসিসিআই জাদেজার চোট নিয়ে জানিয়েছেন, ম্যাচ চলাকালীন দুই ইনিংসের মাঝে বিরতিতে, ড্রেসিংরুমে জাদেজার চোট পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা যায় কনকাশন রয়েছে জাদেজার। শনিবার আবারও চোটের পরীক্ষা করা হবে। জাদেজার চোট নিয়ে সঞ্জু স্যামসন জানান, ড্রেসিংরুমেও আচ্ছন্ন অবস্থায় ছিলেন জাদেজা।

