Monday, August 25, 2025

সময় ভালো যাচ্ছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। নিজের দলের বেশিরভাগ শীর্ষ নেতাই চটে রয়েছেন তাঁর ওপর। গদি না থাকার সম্ভাবনাও রয়েছে বলে একাংশের মত। এমন টানাপোড়েনের মাঝে জনগণের বেশিরভাগ গণতন্ত্র ছেড়ে ফের রাজতন্ত্রের শাসনে ফিরতে চাইছে। কয়েকদিনে নেপালের বিভিন্ন জায়গায় এই দাবিতে পথে নেমে বিক্ষোভও দেখিয়েছেন বহু মানুষ। শনিবারও এর জেরে ফের উত্তাল হয়ে ওঠে কাঠমাণ্ডু। গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সাংবিধানিক রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানো দাবিতে নেপালের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন হাজার হাজার নাগরিক।

স্থানীয় সূত্রে খবর, শনিবারের বিক্ষোভের বিষয়ে আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়েছিল। সেই অনুযায়ী নেপালের রাজধানীর রাজপথে জাতীয় পতাকা হাতে একজোট হয়েছিলেন হাজার হাজার মানুষ। সে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কেপি শর্মা ওলিকে অপসারণ করার দাবি তোলেন। পাশাপাশি সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর দাবিতে সরবও হন তাঁরা। স্লোগানে শোনা যায় হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানোর দাবিও। তাঁরা এও উল্লেখ করেন, দেশের জাতীয় ঐক্য ও নাগরিকদের ভালোর জন্যই তাঁরা এই দাবি জানাচ্ছেন।

এপ্রসঙ্গে ওই বিক্ষোভে যোগ দেওয়া সেদেশের বেশ কিছু মানুষের বক্তব্য, ‘আজকে যারা এই বিক্ষোভে যোগ দিয়েছেন তাঁরা নিজেদের জন্য কিছু চাইতে আসেননি। যুব সম্প্রদায়ের নেতৃত্বে চলা এই আন্দোলনের উদ্দেশ্য হল সুন্দর নেপাল গড়ে তোলা। হিন্দু রাষ্ট্রের তকমা ফিরিয়ে এনে রাজতন্ত্রের প্রতিষ্ঠা করা। যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছব ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।’

আরও পড়ুন-অনুপ্রবেশের নয়া ছক, অরুণাচলের কাছে তিনটি গ্রাম তৈরি করল চিন!

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version