মেসিকে ‘১০ নম্বর’ জার্সি ছাড়তে হবে, এমনই বললেন মারাদোনার ছেলে

লিওনেল মেসিকে ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে হবে। এমনই দাবি করলেন দিয়েগো মারাদোনার ছেলে জুনিয়র দিয়েগো।

আরও পড়ুন : বিলার্দো জানেন না মারাদোনা নেই! এমনই বললেন ৮৬’র বিশ্বকাপ জয়ী কোচের ভাই হর্ঘ

২৫ শে নভেম্বর প্রয়াত হন ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনা। তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে ফুটবল বিশ্বে। সম্প্রতি স্পেনের একটি ক্রীড়া দৈনিকে জুনিয়র দিয়েগো বলেন, “মেসির ১০ নম্বর জার্সি ছেড়ে দেওয়া উচিৎ। আমার বাবা যেসব দলে ১০ নম্বর জার্সি পরে খেলেছে, সেই জার্সি গুলোকে চিরকালের জন‍্য তুলে রাখা উচিৎ। মেসিরও উচিৎ আর্জেন্টিনা এবং বার্সেলোনার ১০ নম্বর জার্সি আর না পরা।” বাবার প্রতি সম্মান দেখানোর জন‍্য এমনই দাবি করলেন মালাদোনার পুত্র।

পাশাপাশি জুনিয়র দিয়েগো এও বলেন, মারাদোনার মৃত্যুর পর মেসি যে ভাবে ভেঙে পরেছে, তা দেখে চোখে জল চলে এসেছে আমার। এটা কখনও ভুলতে পারব না আমি, এমনই জানালেন জুনিয়র দিয়েগো।

Previous articleজেডিপির অবরোধে মালদায় আটকে দার্জিলিং মেল, সড়ক পথে শিলিগুড়ি রওনা গুরুংয়ের
Next articleশিলিগুড়ির হাসমি চকে বিমল গুরুং বিরোধী জয়বাংলার বিক্ষোভ