শিলিগুড়ির হাসমি চকে বিমল গুরুং বিরোধী জয়বাংলার বিক্ষোভ

কিশোর সাহা

বিমল গুরুং গো ব্যাক ধ্বনি উঠল শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়ির জয় বাংলা নামের একটি সংগঠনের পক্ষ থেকে হাসমি চকে বিক্ষোভ দেখানো হয়। সেখানে বিমল গুরুংকে বাংলা ভাগের চক্রান্তকারী হিসেবে অভিযোগ তুলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাঁরা জানিয়ে দেন, অতীতে বিমল গুরুংয়ের ডাকা লাগাতার বনধের জেরে বিপুল ক্ষতির মুখে পড়েছিলেন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাই তাঁরা বিমল গুরুংকে কোনমতেই বিশ্বাস করতে রাজি নন।
বিমল গুরুংয়ের অনুগামীরা অবশ্য কোনও পাল্টা প্রতিবাদের রাস্তায় যেতে রাজি নন। গুরুং ঘনিষ্ঠ নেতারা জানিয়ে দেন, গণতান্ত্রিক পরিবেশে যে কোনও সংগঠনের নিজস্ব ক্ষোভ-বিক্ষোভ জানানোর অধিকার রয়েছে। তারা এটা খোলামনেই দেখতে চান। সেই সঙ্গে গুরুংয়ের দলের নেতারা কয়েকজন জানিয়ে দেন, আপাতত তাঁরা তৃণমূলের সঙ্গে থেকেই আগামী বিধানসভা ভোটে লড়বেন। বিজেপিকে উত্তরবঙ্গে হারানোই তাঁদের আগামী ৬ মাসের একমাত্র লক্ষ্য বলেও জানিয়ে দিয়েছেন গুরুংয়ের সমর্থকেরা।
এদিন সকালে শিলিগুড়ির হাসমি চকে জয়বাংলা সংগঠনের বিক্ষোভের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানায়, কোনও অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।

Previous articleমেসিকে ‘১০ নম্বর’ জার্সি ছাড়তে হবে, এমনই বললেন মারাদোনার ছেলে
Next articleডেউচা-পাঁচামী বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা জেলাশাসকের